সুমিত ঘোষ, মালদা: মালদহে SFI র থানা ঘেরাও ঘিরে উত্তেজনা। পুলিশের সাথে ধস্তাধস্তি। জানা যায় আজ সন্ধ্যায় যাদবপুরে শিক্ষা মন্ত্রীর নিন্দনীয় কর্মকাণ্ড এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এস এফ আই এর প্রতিবাদ কর্মসূচিতে হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানিয়ে সিপিআইএম ইংলিশ বাজার শহর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল গিয়ে শেষ হয় ইংলিশ বাজার থানায়। এরপর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। পুলিশ হস্তক্ষেপ করলে শুরু হয় ধস্তাধস্তি। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।