মৃন্ময় রায়,মেখলিগঞ্জ: পরিবারের একমাত্র রোজগেরে বাবা প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন । মেয়ের পড়াশুনার খরচ চালানো তো দূরের কথা সংসার চালাতে হিমশিম অসুস্থ বাবা । তাই নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছে সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া ঋতু । জানা গেছে , ময়নাগুড়ি ব্লকের জাবরামালি এলাকার রবিন রায় কর্মসূত্রে তিনি একজন টোটো চালক । টোটোর উপরেই স্বামী স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলের সংসার বেশ ভালোই চলতো । কিন্তু কাল হয়ে দাঁড়ায় তার অসুস্থতা । প্যারালাইজড হয়ে তিনি তার এক হাতের কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেছেন । আগের মতো টোটো চালানো তার পক্ষে এখন আর সম্ভব হয় না । তাই পরিবারে পড়ে টান । একমাত্র ছেলেও প্রতিষ্ঠিত না হতেই বিয়ে করে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছেন । দুই মেয়ের পড়াশুনার খরচের পাশাপাশি সংসার খরচ চালানো অসাধ্য হয়ে পড়েছে রবিনের পক্ষে । সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা । এমতাবস্থায় ছোট মেয়ে ঋতু সংসারের হাল ধরতে পড়াশুনোর পাশাপাশি বাবার টোটো চালাতে শুরু করে । এভাবেই সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে । কয়েক মাস পরেই মাধ্যমিকের রেজাল্ট । তারপর ঋতু তার উচ্চশিক্ষা কিভাবে চালাবে তা নিয়ে চিন্তায় রয়েছে সে এবং তার পরিবার ।
