সোমবার রাতে লাইনে দাঁড়িয়ে থাকা ১২ টি পণ্যবাহী ট্রাকের চাকায় লক লাগিয়ে দিলেন মেখলিগঞ্জ পুলিশ


মৃন্ময় রায়,মেখলিগঞ্জ: নিয়মানুসারে ভোর ৫ টা থেকে ৭ টার মধ্যে সমস্ত পণ্যবাহী ট্রাক গুলিকে চ্যাংড়াবান্ধা ট্রাক পার্কিংয়ে প্রবেশ করতে হয় । কিন্তু সোমবার প্রশাসনের সেই নিয়মকে তোয়াক্কা না করে ১২ টির মত ট্রাক সোমবার রাতেই রাস্তায় লাইন করে দাঁড়িয়ে পড়ে । অভিযোগ এই যে , পণ্যবাহী ট্রাক গুলির এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে অযথা জ্যমের সৃষ্টি হয় । দুর্ঘটনার আশঙ্খা ও থেকে যায় । পথ চলতি মানুষের ও রাস্তা পারাপারে সমস্যা হয় । রাস্তার পাশে যেহেতু স্কুল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে , সে কারণে পণ্যবাহী ট্রাকের যানজটের ফলে এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী ও স্কুল পড়ুয়া দের রাস্তা পারাপারে অনেককাংশে সমস্যার সম্মুখীন হতে হয় । এই বিষয়ে , নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংড়াবান্ধা শাখার সম্পাদক তমির হোসেন কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রশাসন কে সাধুবাদ জানিয়ে বলেন , মেখলিগঞ্জ পুলিশ প্রশাসন উচিত কাজ করেছে , আমি মেখলিগঞ্জ পুলিশ প্রশাসন কে অনুরোধ করব । তারা এরকম অভিযান জারি রাখুক । এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে , প্রশাসনের বেঁধে দেওয়া সময় সীমা লঙ্ঘনকারী যে কোনো পণ্যবাহী ট্রাক ড্রাইভার এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি সুবিধা পোর্টাল ও মেখলিগঞ্জ পুলিশ প্রশাসনের এই অভিযান জারি থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights