নদিয়া জেলার শান্তিপুরের মেলের মাঠ এলাকার প্রগতি সংঘ ও শান্তিপুর শাড়ি কুটিরের প্রীতি ক্রিকেট খেলা


নিজস্ব প্রতিবেদনঃ আজ রবিবার শান্তিপুর মেলের মাঠ অঞ্চলে মেলের মাঠ প্রগতি সংঘ ও শান্তিপুর শাড়ি কুটির একটি প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করেছিল। শান্তিপুরের যে সকল ক্রিকেট খেলোয়াড় আজ তাদের বয়সের ভারে খেলা থেকে বিদায় নিয়েছে বহুদিন, তারাই এই প্রীতি ক্রিকেট খেলায় অংশ নিয়েছিল। গত বছর থেকেই এই করোনা পরিস্থিতিতে শাড়ি কুটিরের সুভাষ দেবনাথ এই ধরনের প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছে। সে খেলায় ৫০ ঊর্ধ বয়সের খেলোয়াড়রাও অংশ নিয়েছিল। এ বছর ঠিক একই ঢঙে প্রীতি ক্রিকেট খেলা। বেশ মনোরঞ্জক তবে এই ধরনের হারিয়ে যাওয়া বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের নিয়ে যদি সারা বছর বিভিন্ন খেলা আয়োজন করতে পারে সুভাষ দেবনাথ। আমাদের মনে হয় তার শাড়ি কুটিরের নামের পাশাপাশি তার নামটাও সারা শান্তিপুর কেন বাংলার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়বে। হয়ত দেখা যাবে বিভিন্ন জেলাওে এব্যাপারে এগিয়ে আসবে ও সুভাষের সাথে হাত মিলিয়ে প্রীতি মূলক খেলার আয়োজন করবে। আজকের এই খেলায় বিজেতা শান্তিপুর শাড়ি কুটির ও রানার্স প্রগতি সংঘ মেলের মাঠ। রাণার্স কাপ তুলে দেয় “শিল্পনীড়” পত্রিকার কর্ণধার দেবাশিস ভট্টাচার্য ও বিজেতার ট্রফি তুলে দেয় একটি মানবাধিকার সংগঠনের সমাজসেবক।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়াও আজ প্রগতি সংঘের মাঠে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ফ্লাড লাইট যুক্ত ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধন করলেন। এতে আপামর মানুষের খেলার প্রতি একটা টান তৈরী হবে এটা আশা করাই যায়। তবে শান্তিপুর শহর থেকে বেশ অনেক ভেতরে হবার জন্য অনেকেরই ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে উঠবে না এটা বলা যেতেই পারে। তবে স্থানীয় খেলা প্রেমী আবাল বৃদ্ধের কিছুটা স্বাদ পূরণ হবে। প্রগতি সংঘের পক্ষ থেকে ব্যাডমিন্টর প্রেমী সকলকে ওখানে খেলতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান বিধায়ক। জানা যায় সন্ধে ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আপনি খেলতে পারবেন।

About The Author


Verified by MonsterInsights