মৃন্ময় রায় মেখলিগঞ্জ: মঙ্গলবার সকালে হলদিবাড়ি শহরের রবীন্দ্র ভবন থেকে ‘বইয়ের জন্য হাঁটো ‘ পদযাত্রার মধ্যে দিয়ে সূচনা হয় । পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, বানাচাঁদ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় । পদযাত্রায় হলদিবাড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ প্রচুর মানুষ পায়ে পা মিলিয়েছে । বই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে থাকছে , বইয়ের স্টল সহ অন্যান্য স্টল ।
