নবদ্বীপ পৌরসভা ও পৌরপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সাংবাদিক সন্মেলন বিজেপির


গোপাল বিশ্বাস -নদীয়া- নবদ্বীপ শহরের বিভিন্ন দূর্নিতীর অভিযোগ তুলে ফের তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভার বিরুদ্ধে সরব বিজেপি। মঙ্গলবার দুপুরে তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভা ও পৌরপ্রধানের বিরুদ্ধে বিজেপির তরফে বিভিন্ন দূর্নিতীর অভিযোগ তুলে সাংবাদিক সন্মেলন করে। এদিনের এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির নদীয়া দক্ষিনের মহিলা নেতৃত্ব অপর্না নন্দী, জেলা কমিটির সদস্য তথা নবদ্বীপ দক্ষিন মন্ডলের ইনচার্জ আনন্দ দাস, বিজেপি নেতা শশধর নন্দী সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক। তাদের দাবী রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপেও শুরু হয়েছিল ফুটফাট দখল মুক্ত, সেটা করতে গিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের গেটের দুপাসে ও শহরের একাধিক জায়গায় কোথাও কোথাও PWD এর জায়গায় দীর্ঘদিন ধরে করে আসা ব্যাবসীদের উচ্ছেদ করে, পরবর্তী সময়ে সেই জায়গাতেই পৌরসভার তরফে বিল্ডিং বা পাকা ঘর করে কোথাও দু লক্ষ কোথাও তিন লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে ও তার সঠিক কোন কাগজ দেওয়া হচ্ছে না, পাশাপাশি তারা আরও জানান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের জায়গাটি তৎকালীন সময়ে একজন দান করেছিলো তাহলে কিভাবে সেখানে পৌরসভার তরফে এভাবে দোকান বিক্রি করতে পারে, এছাড়াও নবদ্বীপে আবাস য়োজনা সহ বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা নিয়েও সরব হয় বিজেপি। তারা বলেন ২০২৩ এ পুজোর আগে পৌরপ্রধান বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে ফলাও করে জানিয়েছেন পুজোর আগেই শহরে ঝকঝকে তকতকে রাস্তা হবে, সে সময় শহরের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্করণের কাজও হয় কিন্তু মাত্র কয়েক মাস যেতেই সেই সব রাস্তার কঙ্কাল সার চেহারা বেরিয়ে আসে, আমাদের দাবী জনগনের করের লক্ষ লক্ষ টাকা দিয়ে এমন নিম্ন মানের কাজ কেন হবে, তাহলে কি সেখানেও হয়েছিল বড়সড় দূর্নীতি,, যে ঠিকাদারকে দিয়ে ঐ কাজ গুলে করানো হয়েছিল তাদের কি কোন দায়বদ্ধতা নেই? বিজেপির দাবী নবদ্বীপ হাসপাতালের জায়গার বিষয়ে হাসপাতালের সুপার সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের তারা লিখত অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাতেও মেলেনি কোন সুরাহা। তরা জানান আমরা হকার দের বিরুদ্ধে নই, বরং তাদের পক্ষেই, আর তারা,যাতে আগামী দিনে প্রতারনার শিকার না হয় তাই আমাদের এই পদক্ষেপ। এ ছাড়াও এদিন তারা নবদ্বীপ শহরে র উত্তরাঞ্চল প্রাচীনমায়াপুর জাতীয় বিদ্যালয় বয়েস স্কুলের বহুমুখী খেলার মাঠে ঢালাই রাস্তা ও সুইমিং পুল করা ও তার জন্য জমি অধিগ্রহণ প্রকৃয়া নিয়েও সরব হয় বিজেপি নেতৃত্ব। আর এদিন নবদ্বীপ পৌরসভা পৌরপ্রধানএর বিরুদ্ধে অভিযোগ তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বিজেপি দাবী করেন তার যদি সাহস থাকে আমাদের করা অভিযোগের পাল্টা বিবৃতি দিক পৌরপ্রধান, আমরাও জানতে চাই সবটা। পাশাপাশি তারা আরও জানান আগামী দিনে আমরা সব বিষয়গুলো নিয়ে বৃহত্তর আন্দোলনের পথেও নামবো। সব মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে তথা নবদ্বীপ পৌরসভার বিরুদ্ধে যে বড়সড় আন্দোলনের রূপরেখা তৈরি করতে চলেছে বিজেপি এদিনের সাংবাদিক সন্মেলনে বিজেপি নেতৃত্বদের কথায় তা স্পষ্টই বোঝা গেলো তা বলাই বাহুল্য।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights