নদীয়ায় বাড়ি ঢুকে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর ধারালো অস্ত্রের কোপ


গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ বাড়িতে ঢুকে মহিলাদের শ্রীলতাহানি, প্রতিবাদ করায় মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যদের ধারালো অস্ত্রের কোপ, চলল বাড়ি ভাঙচুর। খুনের উদ্দেশ্যেই হামলা চালায় দুষ্কৃতীরা দাবি পরিবারের।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার বেলগড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা যায় শান্তিপুর থানার বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলগড়িয়া এলাকায় গতকাল রাতে এক পরিবারের ওপর হামলা চালায় ওই এলাকারই কয়েক জন যুবক। অভিযোগ বাড়িতে ঢুকে প্রথমে মহিলাদের অসৎ উদ্দেশ্যে হাত ধরে টানাটানি করতে থাকে। চিৎকার চেচামেচি করলে পরিবারের অন্যান্য সদস্যরা এসে প্রতিবাদ করায় আচমকা লোহার রড ধারালো অস্ত্র দিয়ে হামলা করতে থাকে তাদের ওপর। লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারা হয় সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে হাত এবং পায়ের খুব মারা হয়। সেই সঙ্গে চলে বাড়ি ভাঙচুর। চিৎকার চেচামেচি করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে ঘটনা স্থল ছেড়ে পালিয়ে যাই অভিযুক্ত যুবকরা। রক্তাক্ত অবস্থায় তাদের ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার আহত পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারা চাইছেন যত দ্রুত সম্ভব অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ আইনত কোন ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

About The Author


Verified by MonsterInsights