বিশ্বজিৎ নাথঃ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ বারাকপুরের স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাসের আবক্ষ মর্মর মূর্তি উন্মোচন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ সৌগত রায়। এদিন নিউ ব্যারাকপুর পুরসভার উদ্যগে পুরসভা প্রাঙ্গনে হরিপদ বিশ্বাসের অবক্ষ মূর্তি উন্মোচিত হল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নিউ বারাকপুরে উদ্বাস্তু আন্দোলনে ওনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিউ ব্যারাকপুর শহর তৈরি করেছেন উদ্বাস্তু আন্দোলনে এই পথিকৃৎ। এদিন উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, পুরসভার মুখ্য প্রশাসক প্রবীর সাহা, উপ প্রশাসক মিহির দে, প্রাক্তন পুরপিতা সুখেন মজুমদার ও তৃপ্তি মজুমদার, প্রশাসক মন্ডলীর সদস্য জয়গোপাল ভট্টাচার্য, সুমন দে, নির্মিকা বাগচী-সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, নিউ বারাকপুর শহরে এই নিয়ে ছয়টি মূর্তি বসল হরিপদ বিশ্বাসের।
Thank you for reading this post, don't forget to subscribe!