দুঃখ ভঞ্জন পরামাণিকঃ পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং বরাবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় বরাবাজার ব্লকের এটিম গ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হলো জঙ্গলমহল উৎসব। করোনা পরিস্থিতির জন্য এবছর জঙ্গলমহল উৎসব মাত্র এক দিন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অন্যান্য বছর এই উৎসব চলে দুইদিন ধরে। জঙ্গলমহল এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য গুলোকে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই উৎসব করে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। বরাবাজার ব্লকের জঙ্গলমহল উৎসবের শুভ সূচনা করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন। এছাড়াও এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ রেহান,বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল চন্দ্র মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সদস্যা শশধর মুদি, মনি মাহাতো বরাবাজার পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য/সদস্যা, এছাড়াও উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক এলাকার বিশিষ্টজনেরা।
Thank you for reading this post, don't forget to subscribe!