বিক্ষোভ মিছিল ও পথসভা


পুরুলিয়াঃ বরাবাজার ব্লকের সিন্দরী হতে টকরিয়া মোড় পর্যন্ত ও মুকরু মোড় হতে বদলদি মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে তার মেরামতির জন্য সিপিআইএম বরাবাজার দু’নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয় বদলডি মোড়ে। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বরাবাজার দু’নম্বর এরিয়া কমিটির নেতৃত্বে কর্মী এবং সমর্থকরা । নেতৃত্তের কাছ থেকে জানা যায় এরপরও যদি প্রশাসন না সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights