অনুষ্ঠিত হতে চলেছে রায় এন্ড রায় এন্টারটেনমেন্ট আয়োজিত ডি কুইন প্রতিযোগিতা


ইন্দ্রজিৎ আইচঃ রায় এন্ড রায় এন্টারটেনমেন্ট আয়োজিত ডি কুইন সুন্দরী প্রতিযোগিতা হতে চলেছে রাজারহাট বৈদিক ভিলেজে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কনটেস্ট সম্পর্কে এই প্রতিযোগিতার পরিচালক তুহিনা পান্ডে জানালেন অভিষেক রায় ও রাজা রায় এই দুজনের আয়োজনে এই প্রথম নতুন বিউটি কনটেস্ট “ডি কুইন প্রতিযোগিতা” হতে চলেছে। মিস এন্ড মিসেসরা অংশ নেবেন। এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে থাকবেন অভিনেতা ও পরিচালক বিপ্লব দাসগুপ্ত, ইন্দ্রনীল মুখার্জী, সৌনক বাগচী। মূল উদ্যোগতা হলেন অভিষেক রায় ও রাজা রায়। তুহিনা পান্ডের তত্ত্বাবধানে এই বিউটি কুইন প্রতিযোগিতা হবে। 15 জন করে এক একটা রাউন্ড হবে। এর পর ট্রেনিং হবে তারপর ফাইনাল। 12ই মার্চ শনিবার সেমিফাইনাল ও 13 ই মার্চ রবিবার ফাইনাল হবে বৈদিক ভিলেজে । এর আগে তিনটে ক্যাটাগরী তে কথা, ক্যাট ওয়াক ও অন্যান্য ট্রেনিং হবে। বিভিন্ন রাউন্ডে হবে । রেজিস্টেশন ফ্রি থাকছে 599 টাকা। বয়স 18 থেকে 26 মিস ও মিসেস এ 20 বছর বয়েস এর পর অংশ নিতে পারবে। অন লাইন ও অফ লাইন এ রেজিস্টেশন হবে। 100 জন সুযোগ পাবেন এই ডি কুইন প্রতিযোগিতায়। এর মধ্যেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন। প্রাইজ মানি থাকছে না, তবে অনেক উপহার ও নানা চমক থাকবে যারা এই ডি কুইন এ চ্যাম্পিয়ন হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights