“আবার কেন ফিরছে রানার”


আজ (০২.০৯.২৫) স্টুডেন্টস হেলথ হোমের ৭৪ তম প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় হোমের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। পতাকা উত্তোলন করেন সভাপতি শ্রী শ্যামল সাহা। এরপর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে সকাল ১১টায় রক্তদান শিবিরের উদ্বোধন করার কথা ছিল হোমের আজীবন সুহৃদ শ্রী বিমান বসুর। শ্রী বসুকে হোমের পক্ষ থেকে পুস্প স্তবক দিয়ে, হোমের নিজস্ব উত্তরীয় ও ব্যাজ পড়িয়ে এবং রানার এর ছবি খচিত স্মারক দিয়ে স্বাগত জানান যথাক্রমে হোম হাসপাতালের সিস্টার ইন চার্জ শ্রীমতি মুক্তিকনা মজুমদার, হোমের অন্যতম স্বাস্থ্য সম্পাদিকা ডাঃ সুরুপা দাশগুপ্ত, আরেক স্বাস্থ্য সম্পাদক ডাঃ স্বাগত মুখার্জি এবং হোমের অন্যতম সহ সভাপতি ডাঃ সৌমিত্র গুহ ও হোম কর্মী ইউনিয়নের সম্পাদিকা শ্রীমতি সরস্বতী কর। মিষ্টির প্যাকেট প্রদান করেন আরেক সহ সভাপতি শ্রী তরুণ ব্যানার্জি। কিন্তু অতিথি বরণ শেষে শ্রী বসু আজকের প্রথম রক্তদাতা ৬৪ বছরের যুবক ডাঃ শিবশঙ্কর ব্যানার্জিকে শিবিরের উদ্বোধন করার জন্য অনুরোধ করেন। বলেন রক্তদাতাই রক্তদান শিবিরের যথার্থ উদ্বোধক হতে পারেন । পরে শ্রী বসু হোমের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক ও হোমের রক্তদানের ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন। ১৭ বছর বয়সে, প্রয়োজনের তুলনায় কম ওজন নিয়ে হোমের বাড়ি তৈরির জন্য তাঁর রক্তদানের কাহিনী শিশু সুলভ সারল্য নিয়ে তিনি বলে যান উপস্থিত রক্তদাতাদের বিপুল হর্ষধ্বনির মধ্যে। তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন স্টুডেন্টস হেলথ হোমই পশ্চিম বাংলায় স্বেচ্ছা রক্তদান আন্দোলনের পথিকৃৎ এবং এব্যাপারে অন্য কিছু সংগঠনের অন্যায্য দাবীকে তিনি নস্যাৎ করে দিয়ে বলেন এই সব সংগঠনের তখন জন্মই হয়নি। এই উদ্বোধনী অনুষ্ঠানে রানার গানে নৃত্য পরিবেশন করে ছাত্রী অনন্যা হালদার।
হোম সংগঠকদের ৬০ প্যাক রক্তের প্রত্যাশা ছাপিয়ে চিকিৎসক, শিক্ষক, গিগ ওয়ার্কার ও ছাত্রছাত্রী সহ ৮৭ জন রক্তদান করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিকালে “আবার কেন ফিরছে রানার” শীর্ষক আলোচনা সভায় বিষয়ের গভীরে গিয়ে আলোচনা করেন সাংবাদিক শ্রী দেবাশিস চক্রবর্তী। এ বিষয়ে শ্রোতাদের বেশ কিছু প্রশ্নেরও তিনি উত্তর দেন। সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্যামল সাহা এবং কবি সুকান্তের গানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ছাত্রী সম্প্রীতি পাতালি। বিকালের অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ স্বরাজ হালদার, কেন্দ্রীয় হোমের প্রাক্তন কোষাধ্যক্ষ শ্রী ধীরেন শূর, হোমের নার্সিং উপদেষ্টা শ্রীমতি রেবা মুখার্জি ও তাঁর স্বামী শ্রী দীপক মুখোপাধ্যায়, ডাঃ ঝর্ণা দে এবং ডাঃ শতাব্দী মিত্র সুকান্ত শতবর্ষে ১০০ ছাত্রছাত্রীর সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের যে উদ্যোগ হোম নিয়েছে তাকে সাধুবাদ জানিয়ে একজন করে ছাত্র/ছাত্রীর অস্ত্রোপচারের দায়ভার নেবার জন্য প্রয়োজনীয় কুড়ি হাজার করে দান করেন।

About The Author


Verified by MonsterInsights