অনুষ্ঠিত হলো শিল্পাঙ্গনের চিত্র ও হাতের কাজের প্রদর্শনী

93a407be-e362-4b4f-8f46-89f877acd691

ইন্দ্রজিৎ আইচঃ শিল্পাঙ্গন এর আয়োজনে বাগদেবী পুজোর দিন বালিগঞ্জ পিকনিক গার্ডেনের ত্রিশক্তি সমাজ কল্যাণ পরিষদে অনুষ্ঠিত হলো এক দিনের চিত্র ও হাতের কাজের প্রদর্শনী। ২০০ জন ছাত্রছাত্রী দের আঁকা ছবি ও বাটিকের কাজ এই প্রদর্শনীতে স্থান পায়। এই প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট বাচিকশিল্পী ও শিক্ষাবিদ ড চান্দ্রেয়ী দত্ত গুহ রায়। উপস্থিত ছিলেন সাংবাদিক,কবি ইন্দ্রজিৎ আইচ, সিএবি র সুবীর ব্যানার্জী, শিল্পী সোমনাথ ভদ্র, সমাজসেবী সুদীপ্ত মন্ডল, আবৃত্তিকার নমিতা দাস সহ আরো অনেকে। সকল অতিথিকে উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেয় সংস্থার প্রধান কানু দাস। সকলেই বাগদেবীর পুজোরদিন এই প্রদর্শনী র ভূয়সী প্রসংশা করেন ও এই সংস্থার সাফল্য কামনা করেন। ১৯৯৮ সাল থেকে এই শিল্পাঙ্গনের পথ চলা শুরু। সারা কলকাতায় এর ৮০ টি শাখা আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights