বিশ্বজিৎ নাথঃ কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে স্বামীজীর চিন্তাধারা প্রয়োগ করছে। -বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বেলায় নৈহাটির গরিফায় রামঘাট অঘোরী বাবার বৃদ্ধাশ্রমের আবাসিকদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে এমনটাই বললেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামীজীর চিন্তাধারা দেশের কোনায় কোনায় পৌঁছে দিচ্ছেন। বর্তমান প্রজন্মকে স্বামীজীর আদর্শ মেনে চলা উচিত। প্রসঙ্গত, অঘোরী বাবার বৃদ্ধাশ্রমের জমিটি পোর্ট ট্রাস্টের। এপ্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, পোর্টট্রাস্ট কর্তৃপক্ষকে বলা হবে, যাতে জমিটা আশ্রম কর্তৃপক্ষকে লিজে দেওয়া হয়। তাহলে সরকারি সাহায্য মিলবে।
Thank you for reading this post, don't forget to subscribe!