বিশ্বজিৎ নাথঃ ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যগে বৃহস্পতিবার সকালে পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। স্থিরপাড়ার বুড়ি বটতলায় নাট্যশ্রী ক্লাবের মাঠে আয়োজিত শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের মূল উদ্যক্তা তৃণমূল যুব নেতা বিধান সরকার। এদিন হাজির ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, তৃণমূল যুব নেতা অসিত মন্ডল ও অমর মন্ডল-সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল যুব নেতা বিধান সরকার বলেন, করোনা কালে অসহায় মানুষজনকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছিল। আগামীদিনে দুঃস্থ পড়ুয়াদের শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!