প্রকাশিত হলো প্রেস ক্লাবে “যুদ্ধের গান”

ইন্দ্রজিৎ আইচঃ প্রেস ক্লাবে প্রকাশিত হলো যুদ্ধ বিরোধী এক ভিডিও এলবাম “যুদ্ধের গান”। এই গানের কথা ,সুর ও ভাবনা অভিজিৎ পাল। গতকাল প্রেস ক্লাবে এই মিউজিক ভিডিও এলবামের উদ্বোধন করেন গায়ক রূপঙ্কর ও বিধায়ক মদন মিত্র। সকলেই এই গানের জন্য সকল শিল্পী কে ধন্যবাদ জানায়। উল্লেখ করা যেতে পারে এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন রূপঙ্কর, পটা, প্রিয়াংসু, নিলাঞ্জন, কৌশিক, দীপ্ত, সাহিল, প্রণয়, সীমা, সহ আরো অনেকে। বিশেষভাবে এই এলবাম টি করতে সহযোগিতা করেছে কুনাল সাহা। এক কথায় যুদ্ধের গান সকল শ্রোতা দর্শকদের বিশেষ ভাবে নজর কারবে এই কথা বলাই যায়।
