বি বা দি বাগের হয়ে গেল ‘৮/১২’ (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির ট্রেলর লঞ্চ


ইন্দ্রজিৎ আইচঃ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিনয় বাদল দিনেস এক উল্লেখযোগ্য নাম। এই তিনজন কে নিয়ে ও তাদের জীবন কাহিনী নিয়ে এক অসাধারণ ছবি বানিয়েছেন পরিচালক অরুণ রায়। কান সিং সোধার প্রযোজনা সংস্থা KSS Productions and Entertainment প্রযোজিত আসন্ন ছবি “৮/১২” ( বিনয় বাদল দীনেশ সাগা ) ছবির ট্রেলার মুক্তির সাংবাদিক সম্মেলন হয়ে গেলো সাড়ম্বরে। ৮ই ডিসেম্বর বিবাদিবাগে, বিনয় বাদল দীনেশের প্রতিমূর্তির সামনে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। “৮/১২” (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির ট্রেইলার লঞ্চ সেই বিশেষ দিনেই করা হয়, ১৯৩০ খ্রিষ্টাব্দে যেদিন রাইটার্স বিল্ডিং-এ অনুপ্রবেশ করেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এবং অত্যাচারী সিম্পসন সাহেবকে উপযুক্ত শাস্তি দেন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য। “৮/১২” ছবির মধ্যে দিয়ে যে সেই ঐতিহাসিক ঘটনাই পরিবেশিত হতে চলেছে দর্শকদের সামনে, ছবির ট্রেইলারে তা সুস্পষ্ট। ‘এগারো’ ও ‘হীরালাল’ খ্যাত পরিচালক অরুণ রায় পরিচালিত এই ছবিতে বিনয় বসু -র ভূমিকায় অভিনয় করেছে কিঞ্জল নন্দ, বাদল গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছে অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছেন রেমো। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন প্রমুখ। ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত cast and crew মেম্বাররা। প্রযোজক কান সিং সোধা, পরিচালক অরুণ , কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, রেমো, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তী এবং ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত – র উপস্থিতিতে হয়ে গেলো ছবির ট্রেইলার মুক্তির অনুষ্ঠান। ট্রেইলার মুক্তির বিষয়ে বলতে গিয়ে প্রযোজক কান সিং সোধা জানালেন, “আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি গর্বিত! আমি গর্বিত এক ভারতীয় হিসেবে যে আমি আজকের এই বিশেষ দিনে এই মঞ্চে দাড়িয়ে বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের মতন প্রতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি। ১৯৩০ সালের আজকের দিনে রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশ পোশাক পরে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসন কে হত্যা করেছিলেন বিনয় বদল দীনেশ। এই তিন তরুণ তাদের ব্যাক্তিগত স্বার্থের কথা ভাবেননি, ভাবেননি নিজেদের খুশির কথা, কেবল দেশকে পরাধীনতা থেকে অত্যাচার থেকে মুক্ত করতে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তারা। এই তিন বীরের বীরগাঁথা নিয়েই “৮/১২”, আমি গর্বিত এই ছবির প্রযোজক হিসেবে, এমন তিনজন সংগ্রামী বীরের কাহিনী আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এই ছবির সঙ্গে অনেক পরিশ্রম, অনেক আত্মত্যাগ জড়িয়ে আছে। আশা করি ছবির ট্রেইলার সকলের ভালো লাগবে। আসন্ন বছরের জানুয়ারি মাসেই দর্শক বিনয় বদল দীনেশের বীরত্বের কাহিনী বড় পর্দায় দেখতে পাবেন বলে আশা করছি।”
ছবির পরিচালক অরুণ রায় জানান ” ভারতবাসীর স্বাধীনতা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ফসল। বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের কথা আমরা বর্তমানে অনেকেই প্রায় ভুলে গিয়েছি। ১৯৩০ সালে ৮ই ডিসেম্বর, রয়টার্স বিল্ডিং এ তাদের ঐতিহাসিক অনুপ্রবেশ – ই আমাদের ছবির মধ্যে দিয়ে পরিবেশিত হতে চলেছে। ট্রেইলারে ও প্রকাশিত তারই ঝলক। আশা করি এই ট্রেইলার আপনাদের ভালো লাগবে।”আগামী বছরের জানুয়ারিতে ৮/১২ (বিনয় বাদল দীনেশ সাগা) মুক্তি পাবে জানালেন পরিচালক অরুণ রায়। আজ রাইটার্স বিল্ডিং উলটো দিকের পার্কে সাংবাদিক সন্মেলনে ছবির সকল কলাকুশলী উপস্থিত ছিলেন। বিবাদি বাগে কর্মরত পুলিশ কর্তাদের সামনেই লঞ্চ করা হয় এই ছবির ট্রেলর, এখন শুধু এই ছবিটি মুক্তির প্রতীক্ষার দিন গুনছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights