লিন্ডসে স্ট্রিটের আই এন আই এফ ডি-এর ফ্যাশনের সমাবর্তন


ইন্দ্রজিৎ আইচঃ ফ্যাশনের জগতে INIFD একটি উল্লেখযোগ্য নাম। সম্প্রতি লিন্ডসে স্ট্রিটের তাদের নিজস্ব ইনস্টিটিউটটে হয়ে গেলো ফ্যাশনের সমাবর্তন। দীর্ঘ কয়েক বছর ধরে ফ্যাশনের নানা দিক নিয়ে 15 থেকে 30 বছরের ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে আসছে। উদ্দেশ্য একটাই সেই সব ছেলে মেয়েরা যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বাবলম্বীভাবে।
গতকাল এক সাংবাদিক সম্মেলনে ফ্যাশন স্টাইলিস্ট মেন্টর রামপাল মনতোষ জানালেন আমাদের INIFD স্টুডেন্টরা খুব প্রতিভাবান।

During the post pandemic INIFD has left no stone unturned in adding value to the students learning experience, in terms of different activities that were held both in the virtual platform as well as offline for both ID snf FD Department. INIFD has always been an institute of National repute imparting education in Fashion & Interior Designing and over the years, it has produced students who are creative and want to go beyond the ordinary. INIFD Lindsay Street was created in July 1995 with its corporate headquarters in Chandigarh, and has nurtured under the careful eyes of its Directors, Mr. John Mantosh and Mrs. Susan Mantosh. Inter National Institute of Fashion Desigh the largest Global network of Design Institutes with more than 24 years of Trust, Performance & Success. INIFD has a Global presence with more than 5 Lac Pass Outs every year.

However, INIFD, besides imparting training and education in such diverse fields as fashion and interior design, has churned out young designers, who are not only technically sound professionals but also responsible and enterprising individuals.

Mr. Rapheal Mantosh, Fashion Stylist Mentor, Center Director associated with INIFD, Lindsay Street Campus. He took time to nurture his signature look and inherit these genes to INIFD students so that they can burgeon in future. He has introduced this Photo shott session prior to Fashion show enables students to acquire the in-depth look into the styling world, gathering information that they require to become powerful stylists thus awaking the students about the fashion altogether an acquainting them to strive in the comp[etitive industry.

There Juty members on the board for Tommorow MAKERS are Ms. Pallavi Sethi (fashion desighner), Ms Ankita Banerjee ( celebrity costume designer and stylist), Mr. Aman Jhajhari ( owner of label BLACK), Ms. Nikita Datta ( fashion influencers).

গত ফেব্রুয়ারিতে ল‍্যাকমি ফ্যাশন উইকে 20 জন এবং মার্চে নিউইয়র্ক ফ্যাশন উইকে 20 জন অংশ নিয়েছেলো। তাদের যাতে কেরিয়ার ডেভালপ হয় এর জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয়। 24 বছর ধরে এই সংস্থা চলছে। INIFD লিন্ডসে স্ট্রিটের সেন্টার ম্যানেজার মিথিলা রায় বর্ধন জানালেন আমাদের এই সংস্থায় ফ্যাশন ছাড়া ইন্টারিয়ার ডিজাইন কোর্সও শেখানো হয়। সব তিন বছরের কোর্স। বহু ছেলেমেয়ে তাদের কেরিয়ার ডেভালপমেন্টের জন্য আমাদের এখানে ট্রেনিং নিচ্ছে , নিয়েছে। দেশ বিদেশে বহু কাজ করছে। সারা ভারতবর্ষে আমাদের শাখা আছে। আমাদের প্রধান শাখা হলো চন্ডীগরে। গ্লোবেলি এই 24 বছরে 5 লক্ষ স্টুডেন্ট পাস করেছে। প্রতি বছর 25 হাজার স্টুডেন পাস করে বেরহয় এখান থেকে। এইদিন এই সংস্থার কিছু ছেলে মেয়ে তাদের কাজ দেখান ফ্যাশনের। মেকআপ, জামা কাপড়, মডেলিং, স্টাইলিং থেকে গ্রুমিং সব ট্রেনিং দেওয়া হয় লিন্ডসে স্ট্রিটের এই শাখায়। এইদিন সাংবাদিক সম্মেলনে এই শাখার বহু ছাত্র ছাত্রী তাদের ফ্যাশনের কাজের কিছু অংশ প্রদর্শন করে দেখায়।

Vertual fashion show, which takes Fashion, is a timeless apeal that captures an unthinkable desire. The design Collections to be showcased shortly are explorations into ones deepest thoughts and expressions, in sync with the latest trends and styles. in despite of post pandemic the hardships and difficulties, guided by the institute, the students of INIFD Lindsay Street have managed to make the best of what they had, and created beautiful finished and commercial garments to showcase at the annual graduating show.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights