১২ থেকে ১৬ মে সায়েন্স সিটি গ্রাউন্ডেতে চলছে এবিড ইন্টারিয়ার প্রদর্শনী


ইন্দ্রজিৎ আইচঃ আগামী ১২ ই মে থেকে ১৬ ই মে সায়েন্স সিটি গ্রাউন্ডে শুরু হয়েছে এবিড ২০২২। এই ইন্টারিয়ার এক্সজিবিসান মেলায় অংশ নিয়েছে ১১৩ টি স্টল থাকছে। যেমন সেঞ্চুরি প্লাই, গ্রীন প্লাই থেকে বিভিন্ন রং-এর কোম্পানি, চিমনি, কুচিনা কোম্পানি থেকে নানা ধরণের অত্যাধুনিক ফার্নিচার, আর্ট ওয়াল, ভারতের বিভিন্ন ইন্টারিয়ার বড় বড় কোম্পানি এই মেলায় থাকছে। এই মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ছিলেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, মেলার প্রেসিডেন্ট অজিত জৈন, এবিড এর সম্পাদক বিজয় চৌখানি, ভাইস প্রেসিডেন্ট অজিত সিংহী, কোষাধ্যক্ষ সন্দীপ গুপ্তা, সহ সম্পাদক করন জৈন, সেঞ্চুরি প্লাই এর কর্ণধার সঞ্জয় আগারওয়াল, ডোরসেট গ্রুপের প্রধান রাজেশ বনসল, আরকিটেক্ট প্রেম নাথ সহ আরো অনেকে। এক সাংবাদিক সম্মেলনে ABID-এর প্রেসিডেন্ট অজিত জৈন জানালেন কোভিড এর জন্য দু বছর এই মেলা আমরা করতে পারিনি। এইবার খুব বড় করেই এই মেলা হচ্ছে। কোনো চায়নার কোম্পানি এই মেলায় আসেনি। সব ভারতের নাম্বার ওয়ান কোম্পানি এই মেলায় অংশ নিয়েছে। ইন্টারিয়ারের ক্ষেতে এই ব্যবসার সাথে যত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে সবাই এই ABID মেলায় এসেছেন। ক্রেতা ও বিক্রেতার ক্ষেত্রে এই মেলা ও এগ্জিবিশন সফলতা পাবে বলে মনে করি।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights