২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন জন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ


মালদা: ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সড় সাফল্য পেলো মালদা জেলা পুলিশ। ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন জন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গাজোল টোল প্লাজা এলাকায় নাকা চেকিং করার সময় একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন জনকে। শনিবার দুপুরে মালদা ফার্ম এলাকায় এই মর্মে এক সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মালদা জেলা জুড়ে চারটি নাকা চেকিং করা হয়েছে। নাকা চেকিং থাকাকালীন গাজোল টোল প্লাজা থেকে একটি চারচাকা গাড়ি আটক করা হয়। উদ্ধার হয় ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শনিবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের হেফাজতে নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

Malda: Malda district police once again got a big breakthrough in recovering brown sugar. Police arrested three smugglers with 2 kg 600 grams of brown sugar. Brown sugar was recovered from a four-wheeler during naka checking in Gazole toll plaza area. Three people were arrested in the incident. Addressing a press conference in this regard in Malda Farm area on Saturday afternoon, Superintendent of Police Pradeep Kumar Yadav said that four naka checks have been carried out across Malda district. A four wheeler was seized from The Gajol toll plaza during naka checking. 2 kg of 600 grams of brown sugar was recovered. Its current market value is around Rs 30 lakh. He was produced before the district court on Saturday. The superintendent of police said the accused will be taken into custody.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights