ভারত সেবাশ্রম সঙ্ঘে ও মন্মথপুর প্রণব মন্দিরে যোগ দিবস পালন


ইন্দ্রজিৎ আইচঃ  একুশে জুন সারা বিশ্বজুড়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। শরীর ও মন সুস্থ রাখতে যোগের বিকল্প নেই। কেন্দ্রীয় সরকারের যোগা ও ন্যাচারোপ্যাথি বিভাগ এবং ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে  সকাল থেকেই বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে শুরু হয়ে যোগ দিবস । শিবিরের উদ্বোধন করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ভারতের প্রাচীন শাস্ত্র যোগ, তাই সারা বিশ্বে প্রাধান্য পেয়েছে। যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সুস্থ রাখতে সংঘের প্রতিটি কার্যালয়ে এই দিনটি পালন করা হচ্ছে।

ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায়
মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরে বিশ্ব যোগ দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র  ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠানে যোগদান করেন। এর পাশাপাশি ভারত সেবাশ্রম সঙ্ঘের বিভিন্ন শাখা কেন্দ্রেও যোগ দিবস পালন করা হয়। 

Indrajit Aich: International Yoga Day is celebrated all over the world on June 12. There is no alternative to yoga to keep the body and mind healthy. Yoga Day started at the Sangh’s head office in Ballygunge from early morning in collaboration with the Central Government’s Department of Yoga and Naturopathy and Bharat Sevashram Sangha. The camp was inaugurated by The Sangh’s chief secretary Swami Vishwatmananda Maharaj. He said the ancient scriptures of India, initiated by Prime Minister Narendra Modi, have gained prominence all over the world. This day is being observed in every office of the Sangh to keep the common man healthy through yoga. Bharat Sevashram Sangha’s Grameen Seva Kendra in Ravindra Gram Panchayat area of Dholahat police station in South 24 Parganas district Students and teachers of the school attended the event on the occasion of World Yoga Day at Pranabananda Vidyamandir, run by Manmathapur Pranab Temple. Apart from this, Yoga Day is also celebrated at various branch centers of Bharat Sevashram Sangha.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights