তৈরী হবার পর দীর্ঘ ১৭ টা বছর কেটে গেলেও আজও বেহাল দশায় শান্তি পুর শহরের ৩ নং ওয়ার্ডের রাস্তা।


গোপাল বিশ্বাস, নদীয়া : সাদা ইউনিফর্মে, বেশিরভাগ দিনেই কাদা লাগিয়ে স্কুলে পৌঁছায় ছাত্র ছাত্রীরা। হাসপাতালে যাওয়ার শর্টকাট রাস্তা হলেও, ঘুর পথেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এলাকাবাসী। ২০০৫ সালে তৈরি হওয়ার পর, ১৭ বছর ধরে কোন রক্ষণাবেক্ষণ নেই চার পাঁচটি পাড়ায় যাতায়াত করা প্রধান এই পথে। গ্রামের রাস্তাকেও হার মানায় শহরের এই রাস্তা।
নদীয়ার শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর গোলাম রহমান লেনের বাসিন্দারা এমনই নানান অভিযোগ তুললেন বেহাল রাস্তা সম্পর্কে। এলাকাবাসীর বক্তব্য দীর্ঘদিন ধরে, কাউন্সিলরকে বলেও মেলেনি ফল, হচ্ছে হবে করেই কেটে গেছে, ১৭ টা বছর। যদিও এ প্রসঙ্গে কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস এলাকাবাসীর সমস্যার কথা মেনে নিয়ে জানান, এর আগে একবার এই রাস্তা স্থানীয় একটি সমস্যার কারণে স্থগিত থাকে, তার পরবর্তীতে দীর্ঘস্থায়ী করোনা পরিস্থিতি এবং বিধানসভা উপনির্বাচন, পৌরসভা নানান নির্বাচনের কারণে বিলম্ব হয়। ঈদের আগে আপাতত কিছু ঘ্যাঁষ ফেলে দেওয়ার জন্য ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছি, চেয়ারম্যান নিজে এসে দেখে গেছেন এই রাস্তা ,কথা দিয়েছেন। শীঘ্রই শুরু হবে।

Gopal Biswas, Nadia: In a white uniform, on most days, the students reach the school with mud. Although the shortcut to the hospital is the road, the residents feel comfortable to go on the winding path. Since its creation in 2005, there has been no maintenance for 17 years on the main route that travels to four or five neighbourhoods. This road of the city also beats the village road. The residents of Gopalpur Golam Rahman Lane in ward number 3 of Shantipur town in Nadia have raised similar complaints about the bad roads. According to the residents, for a long time, the councillor has not been told that the result is going to be, 17 years have passed. However, in this regard, councillor Prashant Biswas acknowledged the problems of the residents and said that earlier once this road was suspended due to a local problem, then there was a delay due to the prolonged corona situation and assembly by-elections, municipal elections. I have appealed to the vice-chairman to throw away some of the ghats before Eid, the chairman himself has come and seen this road, he has promised. will begin soon.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights