যাদবপুর গরফা প্রেরণা ফাউন্ডেশন স্কুলের পঞ্চম বর্ষের জন্মদিন পালন


ইন্দ্রজিৎ আইচঃ যাদবপুরের গরফা প্রেরণা ফাউন্ডেশন স্কুল এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল।‌ স্কুলের কচিকাঁচাদের নিয়ে কেক কেটে এই ৫ বছর উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল মৌসুমী ভৌমিক, সহ প্রিন্সিপাল কল্লোল নস্কর, প্রেসিডেন্ট সুরঞ্জিত দাস, সায়ন্তন সেন প্রমুখ। বিশেষ দিনে হাজির হন অভিনেত্রী সুমা দে, শিল্পাঙ্গন আর্ট স্কুলের প্রিন্সিপাল কানু দাস, সেক্রেটারি সোমনাথ চক্রবর্তী। গরফা প্রেরণা ফাউন্ডেশন বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের প্রশিক্ষণে বিশেষ নজর দেয়। সকল অতিথিরা এই স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন। করোনা পরিস্থিতির মধ্যে অনেক প্রতিকূলতা অতিক্রম করে গরফা প্রেরণা ফাউন্ডেশন যে লড়াই চালিয়ে যাচ্ছে তার জন্য সকলেই এই স্কুল কতৃপক্ষকে কুর্নিশ জানায়।

Indrajit Aich: The Garfa Prerna Foundation School in Jadavpur has entered its fifth year. These 5 years are celebrated by cutting a cake with the school’s cobblers. The principal of the school, Moushumi Bhowmik, along with principal Kallol Naskar, president Suranjit Das, Sayantan Sen and others were present. Actress Suma Dey, Principal of Shilparangan Art School Kanu Das, Secretary Somnath Chakraborty were present on the special day. The Garfa Prerna Foundation pays special attention to the training of specially-abled students. All the guests wish the school all the success. Everyone told the school authorities that the Garfa Prerna Foundation is continuing its fight after overcoming many odds in the corona situation.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights