গোসাবায় বন্যা দুর্গতদের পাসে ভারত সেবাশ্রম সঙ্ঘ


ইন্দ্রজিৎ আইচঃ ভরা কোটাল ও নিম্ন চাপের জেরে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেল দক্ষিণ 24 পরগণার গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম। এরফলে সুন্দরবনের নদীগুলিতে জলের চাপ অনেকটাই বেড়ে গেছে। আতঙ্ক তৈরি হয়েছে আশপাশের গ্রামগুলির মধ্যেও। এই পরিস্থিতিতে জলবন্দি ও দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের নেতৃত্বে জলবন্দি গ্রামগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। সংঘের প্রধান সম্পাদক জানান কাপুরা নদীর বাঁধ ভেঙে কয়েকশো পরিবার ভেসে গেছে। বেশিরভাগ মানুষই আশ্রয় নিয়েছেন এলাকার স্কুল বাড়িতে। দুর্গত মানুষদের মধ্যে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণের কাজ শুরু হয়েছে।

Inderjit Aich: Several nearby villages including Kalidaspur of Chhota Mullakhali gram panchayat of Gosaba block of South 24 Parganas were flooded due to the breach of the river embankment due to low pressure and low pressure. As a result, the water pressure in the rivers of the Sundarbans has increased considerably. Panic has also been created in the surrounding villages. In this situation, Bharat Sevashram Sangha stands by the people of jalbandi and suffering. Work has begun to provide relief to jalbandi villages under the leadership of Sangh chief secretary Swami Vishwatmananda Maharaj. The sangh’s chief secretary said hundreds of families have been washed away after the dam of the Kapura river breached. Most of the people have taken shelter in school houses in the area. The distribution of dry food as well as cooked food among the affected people has started.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights