“স্মৃতি টুকু থাক তনুবাবু” অনুষ্ঠিত হলো এস আর অফ টি আই তে প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদারের স্বরণ সন্ধ্যা


ইন্দ্রজিৎ আইচঃ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউশন ও সিনে সেন্ট্রাল এর উদ্যোগে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের অডিটোরিয়াম হলে গত 20 জুলাই অনুষ্ঠিত হলো পরিচালক তরুণ মজুমদার স্বরণ সন্ধ্যা। এই স্বরণ সন্ধ্যায় তরুণ মজুমদারকে নিয়ে স্মৃতিচারণ করেন অভিনেত্রী সন্ধ্যা রায়, অভিনেতা রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, সৌমিলি বিশ্বাস, প্রান্তিক সেন, পাপিয়া অধিকারী, অয়ণ বন্দ্যোপাধ্যায়, অনামিকা সাহা, পরিচালক অশোক বিশ্বনাথন, অনিক দত্ত সংগীত শিল্পী শিবাজী চট্টোপাধ্যায় সহ বহু চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও সাংবাদিক। সকলেই তার কাজ, তার ব্যাবহার, তার পড়াশোনা এমন কি একান্ত ব্যক্তিগত নানা স্মৃতির মুহূর্ত সকলেই স্মৃতিচারণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়।

Indrajit Aich: Director Tarun Majumdar Swaran Sandhya was held on July 20 at the auditorium hall of Satyajit Ray Film Institute under the aegis of West Bengal Film Journalists Association, Satyajit Ray Film Institution and Cine Central. In the evening, the young Majumdar was remembered by actress Sandhya Roy, actors Ranjit Mullick, Koel Mallick, Rituparna Sengupta, Bhaswar Chatterjee, Soumili Biswas, Antar sen, Papia Adhikari, Ayan Banerjee, Anamika Saha, director Ashok Viswanathan, Anik Dutta and many other film artists, artists and journalists, including music maestro Shivaji Chatterjee. Everyone remembers his work, his behavior, his studies and even his personal memories. The entire event was hosted by Shibasish Banerjee.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights