বরানগর নবদয় ক্লাবে ইলিশ উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ বরানগর নামক জনপদের উল্লেখ আছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে। তাই বয়স মাহাত্ম্যে শহর কলকাতার অগ্রজ বরানগর। এই বরানগর যেমন শ্রীচৈতন্য, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, গিরিশচন্দ্র ঘোষ, ভগিনী নিবেদিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষচন্দ্র বসুর পদধূলি ধন্য তেমনি বরানগরের ইতিহাসে মানিক বন্ধোপাধ্যায়, শিশির ভাদুড়ী,সঞ্জীব চট্টোপাধ্যায়ের নামও সমান ভাবে স্মরণীয়। এই জনপদের প্রাচীন বনেদি বাড়িগুলি আজও স্থাপত্য শিল্প নিয়ে সুপ্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে। অগ্নি যুগের বিপ্লবীদের স্মৃতি চিহ্ন আজও বরানগরের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এহেন বরানগরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হল এক অভিনব ইলিশ উৎসব। চিরকালই বাঙালিদের নানান উৎসবে ইলিশের ম-ম গন্ধে মেতে ওঠার গল্পের শেষ নেই। যুগে যুগে মাছে-ভাতে বাঙালি জাতি এই রূপালী শস্যের কদর করে এসেছে। বলা যেতে পারে “রজতবর্ণ মনোহরদর্শন মৎস্যকুলরাজ মহান ইলিশ।” তাই এই ইলিশ উৎসবের প্রধান দুই হোতা সঞ্জীব বসাক ও সৌরভ মন্ডলের মূল বক্তব্য “ইলিশ এক দেহে এতটা প্রতিভা ধারণ করে, যে শুধু তাকে দিয়েই তৈরি হতে পারে পঞ্চপদি নানান স্বাদযুক্ত বিভিন্ন ভোজন উপযুক্ত পদের সম্ভার। ইলিশের পাতুরি, ইলিশের ডিমের চচ্চড়ি, ইলিশের ভাপা, ইলিশের জাফরানি, মেথি ইলিশ, রশুন নারকেল ইলিশ, ইলিশ হরিয়ালি, ইলিশের শুক্ত, ইলিশের ভুনা খিচুড়ি, ইলিশ বিরিয়ানি, ইলিশ পালং, ইলিশ ভর্তা, ইলিশ কোর্মা, ইলিশের টক কি নেই! অর্থাৎ এই ভোজন উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ইলিশ।” গত ১৭ই জুলাই, রবিবার নবোদয় ক্লাব প্রাঙ্গনে, দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ছিল রীতিমতো রাজকীয় খাওয়ার আয়োজন! উক্ত দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানান বিশিষ্ট ও কৃতি ব্যক্তিবর্গ।

সেদিন অতিথি তালিকায় ছিলেন পারমিতা মুন্সী ভট্টাচার্য (স্ক্রিপ্ট রাইটার ও ফিল্ম ডিরেক্টর)- এখানে আকাশ নীল, গুড্ডু গুড়িয়া, জয় বাবা লোকনাথ, গোধূলী আলাপ ইত্যাদি বহু সিরিয়ালের চিত্রনাট্যকার। লিখেছেন “মাইকেল”, “লাইম লাইট” “The Sun goes around the Earth” এর মতো মুভি স্ক্রিপ্ট। নিজের পরিচালিত সিনেমা “গুহামনব”. পেয়েছেন বেস্ট ডেবিউ ডিরেক্টর এওয়ারর্ড।
সুদীপ ভট্টাচার্য (আর্ট ডিরেক্টর)- “হার্বার্ট”, “আবার অরণ্যে”, ” একলা আকাশ” ইত্যাদি প্রচুর সিনেমা ও সিরিয়ালের আর্ট ডিরেক্টর।
মধুমিতা চক্রবর্তী- বিখ্যাত অভিনেত্রী। “লক্ষ্মী কাকীমা সুপারস্টার” জি বাংলা।
ড: বিভা সমাদ্দার (আর্মি লেফটেন্যান্ট)- পেশায় অধ্যাপক। আর্মি অফিসার।
সুকন্যা রক্ষিত গুপ্তা- (Mrs India worldwide & Brand face of Jeeo king ang Queen)
জিত চক্রবর্তী (চলচ্চিত্র পরিচালক)- ডিরেক্টর। “কথামৃত” ওনার পরিচালনায় মুক্তি পেতে চলেছে।
আকাশদীপ (Cricketer, IPL)
দেবযানী মুখার্জী (Mrs India International)- প্রাইড ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন।
গীতি হাকিম (সোশ্যাল এক্টিভিস্ট।) (মেয়র ফিরহাদ হাকিম এর বোন)- বিশিষ্ট সমাজসেবী।
প্রমিত মুখার্জী (সেলিব্রেটি ফ্যাশন ডিজইনার)
এছাড়াও উপস্থিত ছিলেন টিম ভটভটি… (পরিচালক তথাগত মুখার্জী, অনির্বাণ চক্রবর্তী, ঋষভ বসু ও বিবৃতি চ্যাটার্জী)এই উৎসবের আয়োজক ছিলেন সৌরভ মন্ডল এবং সঞ্জীব বসাক।

Indrajit Aich: Baranagar is mentioned in medieval Bengali literature. Therefore, baranagar is the oldest city of Kolkata in the glory of age. Just as this Baranagar is blessed with the footsteps of Sri Chaitanya, Ramakrishna Paramahamsa, Swami Vivekananda, Girish Chandra Ghosh, Sister Nivedita, Rabindranath Tagore, Netaji Subhas Chandra Bose, the names of Manik Bandyopadhyay, Shishir Bhaduri, Sanjeev Chattopadhyay are equally memorable in the history of Baranagar. The ancient Banedi houses of this town still bear witness to the ancient history of architectural art even today. The memorials of the revolutionaries of the fire age are still scattered in the anache kanache of Baranagar even today. This is the first time in the history of Baranagar that a unique Ilish festival has been held. There is always no end to the story of Bengalis enjoying the smell of ilish in various festivals. Throughout the ages, the Bengali people have appreciated this silver crop. It can be said that “Rajatvarna Manohardarshan Matsyakulraj is the great Ilish. ” Therefore, the main statement of sanjeev basak and saurabh mandal, the two main hotas of this festival of ilish, is that “ilish possesses so much talent in one body, that only it can be made with it a variety of different dishes with different flavors of panchapad. Ilish’s paturi, ilish’s egg chachdi, ilish’s bhapa, ilish’s saffron, fenugreek ilish, roshun coconut ilish, ilish hariali, ilish’s dry, ilish roast khichuri, ilish biriyani, ilish spinach, ilish bharta, ilish korma, ilish sour is not there! That is, from the beginning to the end of this feast, only ilish. On Sunday, July 17, at the Navodaya Club premises, from 12 noon to 10 pm, there was a royal feast! On that day, various prominent and prominent people of the society were present on this occasion.

The guest list on that day included Parmita Munshi Bhattacharya (script writer and film director) – the screenwriter of many serials like Akash Neel, Guddu Gudiya, Joy Baba Loknath, Twilight Talk etc. He wrote movie scripts like “Michael”, “Lime Light”, “The Sun goes around the Earth”. His own directed movie “Cavemanb”. He got the best debut director, Award.
Sudip Bhattacharya (art director) – “Herbert”, “Again in the forest”, “Alone Sky” etc. are the art directors of many movies and serials.
Madhumita Chakraborty – famous actress. “Lakshmi Kakima Superstar” Zee Bangla.
Dr. Vibha Samaddar (Army Lieutenant) – Professor by profession. Army officer.
Sukanya Rakshit Gupta – (Mrs India worldwide & Brand face of Jeeo king ang Queen)
Jeet Chakraborty (film director) – Director. “Kathamrit” is set to release under his direction.
Akashdeep (Cricketer, IPL)
Devyani Mukherjee (Mrs. India International) has received the Pride International Award.
Geeti Hakim (social activist). (Sister of Mayor Firhad Hakim) – eminent social worker.                                        Pramit Mukherjee (Celebrity Fashion Designer)
Also present was Tim Bhatovti… (Director Tathagata Mukherjee, Anirban Chakraborty, Rishabh Basu and Statement Chatterjee) The festival was hosted by Saurabh Mondal and Sanjeev Basak.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights