নন্দলালপুর গ্রামে গত ২৩ শে জুলাই সন্ধ্যাবেলা একটি গ্রাম বৈঠক


বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ সি পি আই এম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মহম্মদ সেলিমের উপস্থিতিতে করিমপুর-১ এরিয়ার শিকারপুর অঞ্চলের নন্দলালপুর গ্রামে গত ২৩ শে জুলাই সন্ধ্যাবেলা একটি গ্রাম বৈঠক অনুষ্ঠিত হলো। কমরেড মহম্মদ সেলিমের আসার খবর পেয়ে গ্রামের মানুষরা জড়ো হয়ে সেই গ্রাম বৈঠক কে জনসভার চেহারা দিল। এদিনের গ্রাম বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করবার আড়ালে ধর্মীয় উত্তেজনা সাম্প্রদায়িকতা ও মেরুকরণের রাজনীতিকে ব্যবহার করছে তার কঠোর সমালোচনা করেন। দূর্নীতি প্রসঙ্গে সারদা-নারদায় অভিযুক্তরা BJP-TMC তে মিলেমিশে একাকার হয়ে গেছে। পাশাপাশি তিনি তৃণমূল সরকার যেভাবে মানুষের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার প্রকল্প গুলিতে থাবা বসিয়ে সারারাজ‍্যটাকে দুর্নীতি কাটমানির আখড়া করে তুলেছে, তার মোকাবেলা করেই গ্রামীণ পঞ্চায়েত এলাকার মানুষকে জোটবদ্ধ হয়ে লুটেরাদের সরিয়ে, জনগণের পঞ্চায়েত গড়ে তোলার আহ্বান জানান। পার্থ চ‍্যাটার্জী প্রসঙ্গে তিনি বলেন, “মহাসচিব আসলে ডাকনাম, আসলে ওটা মহা চোর, তৃণমূলের সব চোরেদের এমন আলাদা আলাদা ডাকনাম আছে”। এদিনের গ্রাম বৈঠকে মোঃ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুমিত দে।

Biswajit Roy’s report: In the presence of Cpim West Bengal State Committee Secretary Comrade Mohammad Selim, a village meeting was held on the evening of July 23 at Nandlalpur village in Shikarpur area of Karimpur-1 area. On getting the news of comrade Mohammad Selim’s arrival, the people of the village gathered and gave the village meeting the look of a public meeting. At the village meeting, he strongly criticized the way the BJP government at the Centre is using the politics of communalism and polarisation under the guise of destroying the democratic rights of the people of the country. In the context of corruption, the accused in Sarda-Narada have become united in the BJP-TMC combine. At the same time, he urged the people of rural panchayat areas to join hands with the way the Trinamool government has made the entire state a den of corruption by putting its foot down on the schemes of getting people’s rights and government benefits, and to unite the people’s panchayats, remove the looters and build the people’s panchayats. Talking about The Parth Chaterji, he said, “The secretary-general is actually a nickname, in fact it is a big thief, all the thieves of the Trinamool have such different nicknames.” Apart from Md Selim, the party’s central committee member Comrade Sumit Dey was also present at the village meeting.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights