শীঘ্রই চালু হবে মালদহ সিল্ক পার্ক


মালদা-আম রেশমের জেলা হিসেবে পরিচিত মালদহ। মালদহের রেশম জগৎ বিখ্যাত। উন্নত মানের রেশম পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী করা হয়। রেশমজাত সামগ্রীকে বাজারজাত করতে এবার উদ্যোগ নিল মালদহ জেলা প্রশাসন। এনিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে একটি জরুরী বৈঠক সারেন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার রেশম চাষী থেকে শুরু থেকে করে উদ্যোগপতিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন রেশম ও সিল্ক দফতরের আধিকারিকেরা। প্রসঙ্গত,২০১৯ সালে মালদহে প্রশাসনিক বৈঠক থেকে সিল্ক পার্কের উদ্বোধন করেন তিনি। ২.৭ একর জমির উপর তৈরি হয়েছে মালদহ সিল্ক পার্ক। শিল্ক পার্ক তৈরি হওয়ায় রেশম চাষীদের কাছে ব্যবসার এক নতুন দিগন্ত খুলে যায়। এ বিষয়ে মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া জানান, সিল্ক পার্ক চালু করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এনিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। শীঘ্রই চালু হবে মালদহ সিল্ক পার্ক।

Malda-Mango is known as the district of Silk. The silk world of Maldah is famous. High quality silk is exported to different countries of the world. This time the Malda district administration has taken the initiative to market the silk products. An emergency meeting was held at the district administration building on Tuesday. The meeting was attended by entrepreneurs from the beginning of the district’s sericulture farmers. Officials of the Silk and Silk Department were also present. In 2019, he inaugurated the Silk Park from an administrative meeting in Malda. The Malda Silk Park has been built on 2.7 acres of land. With the creation of The Shilk Park, a new horizon of business opens up for the silk farmers. In this regard, Malda District Magistrate Nitin Singania said that special initiatives have been taken to open silk park. A meeting was organized. The Malda Silk Park will be opened soon.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights