ADVERTISEMENT
ইন্দ্রজিৎ আইচঃ আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে নেহাল দত্তর নতুন ছবি “অপরাজেয় “। মোজোটেল এন্টারটেনমেন্টস এবং দিব্যা ফিল্মস এর উপস্থাপনায় মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বর মাসে অপরাজেয় ছবিটি। সম্প্রতি সাউথ সিটি র এক রেস্তোরায় এই ছবির পরিচালক নেহাল দত্ত জানালেন এই ছবির প্রযোজক এবং গল্প – শ্যাম দাগা। চিত্রগ্রাহক – ঈশ্বর বারিক সঙ্গীত – সৌমিত্র কুন্ডু গায়ক – রূপঙ্কর বাগচী, অন্বেষা সম্পাদক – মলয় লাহা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভঙ্কর স্যানাল- রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনী সরকার, সুমিত গাঙ্গুলী, মৃণাল মুখার্জি, ফাল্গুনী চট্টোপাধ্যায় , সায়ন ব্যানার্জী, ওরিন , গোপাল তালুকদার প্রমুখ অপরাজেয় ছবির সংক্ষিপ্ত কাহিনি হলো …. এই গল্পটা একজন সত্যবাদী নিষ্টাবান উকিল শুভঙ্কর স্যানাল-এর জীবন নিয়ে! যে কোনদিন মিথ্যা বা অসৎ কোন কাজকে মেনে নেননি! কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে এলোমেলো হয়ে যায় তাঁর জীবন! এক কেসে তাঁর মক্কেল টাকার জন্য অনৈতিক ভাবে কেস তুলে নেয়, এই কষ্টে অবসর নেন শুভঙ্কর! অবসর জীবনে তাঁর স্ত্রী তাঁদের একমাত্র পুত্র এবং পুত্রবধু ও নাতির প্রতিক্ষায় এক সময়ে নিজেকে শেষ করে দেন! ভেঙ্গে পড়েন শুভঙ্কর বাবু! কিন্ত আবার তাঁকে জাগিয়ে তোলে পাশের বাড়ির এক বৃদ্ধের ওপর বাড়ি বিক্রির ষড়যন্ত্র জড়িত এক সন্তানের অন্যায়ের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন সেই হারানো শুভঙ্কর সান্যাল। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির সকল কলা কুশলীরা।