আমরা বদল চাই, বিজেপিকে বিচ্ছিন্ন করতে চাই


মালদা: আমরা বদল চাই, বিজেপিকে বিচ্ছিন্ন করতে চাই। ৫০ হাজার কোটি টাকা লুঠ করেছে বাংলা। মুখ্যমন্ত্রীর ছবি দেড় কোটি টাকায় বিক্রি হয়েছে। এখনো সেই ছবি সামনে এলো না। মঙ্গলবার দুপুরে রথবাড়ি এলাকায় সিটু পরিচালিত পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইভাবেই চাঁচা ছোলা ভাষায় বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিআইএম এর পটিলব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। উল্লেখ্য দলীয় একাধিক কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালেই মালদায় এসে পৌঁছান সূর্যকান্ত মিশ্র। এদিন সিটু পরিচালিত পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রথবাড়ি এলাকায় সংবর্ধনা জানানো হয় সূর্যকান্ত মিশ্রকে। এরপর বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল এবং বিজেপিকে একহাত নেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র।

Malda: We want change, we want to isolate BJP. Bengal has looted Rs 50,000 crore. The chief minister’s photo was sold for Rs 1.5 crore. The picture hasn’t come out yet. Cpim’s Patilburo member Suryakanta Mishra took a dig at the BJP and trinamool in the same way when he confronted reporters at the citu-run transport workers’ union’s office in Rathbari area on Tuesday afternoon. Suryakanta Mishra arrived in Malda on Tuesday morning to attend several party programmes. Surya kanta Mishra was felicitated in Rathbari area on behalf of the transport workers’ union run by citu on this day. After this, cpim politburo member Suryakanta Mishra took on the Trinamool and the BJP by holding a press conference on various issues.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights