অনুষ্ঠিত হল মহদীপুর সীমান্ত ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা


মালদা: অনুষ্ঠিত হল মহদীপুর সীমান্ত ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। শুক্রবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থল বন্দরে আয়োজন করা হয়েছিল এই বার্ষিক সাধারণ সভার। জানা যায় এদিন এই বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সম্পাদক নির্বাচিত হন সঞ্জীব ঘোষ এবং সভাপতি হন অমরেশ ঘোষ। ১৫ জনের সদস্যকে নিয়ে গঠিত হয়েছে নতুন এই কমিটি। জানা যায় এদিন বার্ষিক সাধারণ সভায় বিগত দিনের আয়-ব্যয় সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তার পাশাপাশি সীমান্ত ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের কাছে দাবী রাখা হয়,বাংলাদেশে মাল খালি করতে যাওয়া পণ্যবাহি লরি গুলি কয়েক মাস ধরে আটকে পড়ায় নষ্ট হয়ে পড়ছে মাল, ফলে সমস্যায় পড়ছেন পণ্যবাহী লরির চালক এবং গাড়ির মালকরা। আরো দাবি রাখা হয় বাংলাদেশ পণ্য রপ্তানি করতে গিয়ে দেখা যাচ্ছে প্রতি লরিতে মালের ওজনে হেরফের হচ্ছে। এতে আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিন এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল, হৃদয় ঘোষ সহ অন্যান্যরা।

Malda: The Annual General Meeting of the Mahadipur Border Truck Honours Welfare Association was held. The annual general meeting was held at the Mahadipur land port on the Indo-Bangladesh border on Friday morning. It is known that a new committee was formed for the next three years through this annual general meeting. Sanjib Ghosh was elected as the secretary and Amresh Ghosh was the president. The new committee consists of 15 members. It is known that in the annual general meeting today, various demands including the income and expenses of the past day were discussed in detail. In addition to this, the Border Truck Association has demanded from the Mahadipur Exposters Association that the goods lorries going to evacuate goods in Bangladesh are getting stuck for several months and the goods are getting damaged, as a result of which the drivers of the goods lorries and the drivers of the vehicles are facing problems. It is also claimed that while exporting bangladesh products, it is seen that the weight of the goods per lorry is being manipulated. This is causing a lot of problems in terms of import and export. The annual general meeting was attended by Prasenjit Ghosh, Secretary of The Mahadipur Exhibitors Association, Bhupati Mondal, Secretary of The Mahadipur C&F Agent Welfare Association, Hriday Ghosh and others.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights