তৃণমূল যুব কংগ্রেসের এক বিশাল প্রতিবাদ সভা


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রাজনৈতিক স্বার্থে বারংবার বিজেপি ইডি, সিবিআই কে ব্যবহার করছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনের নিচে এক বিশাল প্রতিবাদ সভা করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুজিত সাহা, ছিলেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল, সভানেত্রী অনুরাধা মণ্ডল, তৃণমূল নেতা ভানু সাহা, পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ শহরের কাউন্সিলর গন। গতকালকের কলকাতায় তৃণমূলের সমাবেশ থেকে আমরা আশঙ্কা করেছিলাম সেটা বাস্তব দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ ইডি সমন পাঠিয়েছে। তাই এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজ আমাদের এই প্রতিবাদ সভা বললেন শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুজিত সাহা।

Gopal Biswas, Nadia: A huge protest meeting was organized at the call of Trinamool Youth Congress in Nabadwip town of Nadia. A massive protest meeting was held under Nabadwip Dham station this afternoon to protest against the BJP’s repeated use of ED, CBI for political gains and several anti-people decisions of the BJP government at the Centre, including the hike in prices of essential commodities. The meeting was attended by Nabadwip city Trinamool Youth Congress president Sujit Saha, local MLA Pundrikaksha Saha, Nabadwip city Trinamool Congress president Shyama Prasad Pal, president Anuradha Mondal, TMC leader Bhanu Saha, pourapati Biman Krishna Saha and city councilors. From yesterday’s TMC rally in Kolkata, we had feared that it was real, Abhishek Banerjee has been summoned by the ED today. So, to protest against this central government, today our protest meeting was held by city Trinamool Youth Congress president Sujit Saha.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights