সম্প্রতি পাইকপাড়া সৃজনী’র আয়োজনে যোগীরাজ শক্তি কিংকরের স্মরণে সর্ব ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠিত হয় মহাজাতি সদনে


গোপাল দেবনাথ : কলকাতাঃ  সম্প্রতি পাইকপাড়া সৃজনী’র আয়োজনে যোগীরাজ শক্তি কিংকরের স্মরণে সর্ব ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠিত হয় মহাজাতি সদনে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক শ্রী দেবাশীষ কুমার। সর্ব ধর্ম মহা সম্মেলনে বক্তব্য রাখেন হিন্দুধর্মের পক্ষে স্বামীজীর বাড়ির  অধ্যক্ষ মহারাজ স্বামী জ্ঞানালোকানন্দ, বৌদ্ধ ধর্মগুরু অরুন জ্যোতি ভিক্ষু, মুসলিম ধর্মগুরু সৈয়দ শাহ আতিফ আলী কাদেন, ক্রিশ্চান ধর্মগুরু ফাদার মার্টিন গোমস, জৈন ধর্মগুরু মিস্টার কে. সি. জৈন, শিখ ধর্মগুরু ওয়াই গুরু খালসা তারসেন সিং। সকল অতিথি বক্তার কথাতেই ফুটে উঠেছে মানব ধর্মই সেরা ধর্ম এবং জীব সেবাই ঈশ্বর সেবা। এদিনের অনুষ্ঠানে যোগীরাজ শক্তি কিংকর এর লেখায় ‘তোমার চরণ করেছি স্মরণ’ শ্যামা সংগীত টি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো। এই গানটির সুর করেছেন শ্রী কল্যাণ সেন বরাট, গানটি গেয়েছেন যোগীরাজ কন্যা বিশিষ্ট সংগীতশিল্পী শ্রীমতি ব্রততী ভট্টাচার্য, গানটির যন্ত্রসংগীত পরিচালনা করেছেন শ্রী প্রতাপ রায় (বেবী দা)। এই অনুষ্ঠান মঞ্চেই চারজন মহিলা কৃতি শিল্পী শ্রুতি নাটক পরিবেশন করেন। সর্ব ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন শ্রীমতি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শ্রী অগ্নিভ বন্দোপাধ্যায় এবং ব্রততী ভট্টাচার্য। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়।

Gopal Debnath: Kolkata, Recently, the All Dharma Maha Sammelan was held at Mahajati Sadan in memory of Yogiraj Shakti Kingkar organized by Paikpara Srijani. Mla Shri Debashish Kumar presided over the function. On behalf of Hinduism, Maharaj Swami Gyanalokananda, principal of Swamiji’s house, Arun Jyoti Bhikkhu, Buddhist religious leader, Syed Shah Atif Ali Kaden, Muslim religious leader, Father Martin Gomes, Christian religious leader, Mr. K. C. Jain, Sikh religious leader Y Guru Khalsa Tarsen Singh. In the words of all the guest speakers, human religion is the best religion and service to the living being is the service of God. On this day’s occasion, the shyama anthem ‘Tomar Charan Kari Smaran’ written by Yogiraj Shakti Kingkar was officially released. The song has been composed by Shri Kalyan Sen Barat, the song has been sung by The Daughter of Yogiraj, eminent musician Smt. Bratati Bhattacharya, the instrumental music of the song has been directed by Shri Pratap Roy (Baby Da). On the stage, four female artists performed the play Shruti. Smt Swagata Lakshmi Dasgupta, Agniv Bandopadhyay and Bratati Bhattacharya performed at the end of the Sarva Dharma Maha Sammelan. The entire event was conducted by Shri Satinath Mukherjee.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights