জঙ্গীযোগের অভিযোগে ডায়মন্ড হারবারে দুজন গ্রেফতার


শুভ ঘোষের রিপোর্টঃ  জঙ্গীযোগের অভিযোগে ডায়মন্ড হারবারে দুজন গ্রেফতার। একজন গ্রেফতার মুম্বাই থেকে আর একজন গ্রেফতার ডায়মন্ড হারবার থেকে। জঙ্গি যোগে গ্রেফতার সমীর হোসেন, সাদ্দাম হোসেন। সমীর হোসেনের বয়স ৩০ বছর তার বাড়ি ডায়মন্ড হারবার থানা এলাকার দেউলকোটাতে। তাকে গতকাল  ডায়মন্ড হারবার থেকে সকাল বেলা বেঙ্গল STF -এর দল গ্রেফতার করে। পাশাপাশি অপর আর একজনের নাম উঠে এসেছে, সাদ্দাম হোসেন খান তিনিও ডায়মন্ড হারবার জেলার কোস্টাল থানায় এলাকার বাসিন্দা। তাকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে, সেক্ষেত্রে মুম্বাই এস টি এফ এর সহযোগিতা নিয়েছিল বেঙ্গল এসটিএফ। এদের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ রয়েছে, bengal stf এর। পাশাপাশি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে তারা রীতিমত যোগাযোগ রাখত এই অভিযোগে এনেছেন বেঙ্গল এস টি এফ। বেঙ্গলি বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ এর সঙ্গেও তারা সরাসরি যুক্ত ছিল। বেঙ্গল stf এর দাবি এ রাজ্যের যে জঙ্গি সংগঠনকে তাকে আরো মজবুত করার জন্য সেই দায়িত্ব এরা সামলাছিল এখানে। এবং বেঙ্গল stf এখন এদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে চায় এবং এনাদের সাথে আরো কেউ যুক্ত ছিল নাকি সেটাও খুঁজে বের করতে চায় বেঙ্গল Stf.

Shubo Ghosh’s report: Two arrested in Diamond Harbor on charges of sedition. One arrested from Mumbai and one from Diamond Harbour. Sameer Hossain, Saddam Hossain arrested in connection with militants. Samir Hossain is 30 years old and his home is in Deulkota of Diamond Harbor Police Station area. He was arrested yesterday morning by the Bengal STF team from Diamond Harbour. Besides, the name of another person has come up, Saddam Hussain Khan, he is also a resident of Coastal Thana area of ​​Diamond Harbor district. He was arrested from Mumbai, in which case Bengal STF took the assistance of Mumbai STF. There are allegations of militant affiliation against them, Bengal Stf. Besides, Bengal STF has alleged that they were in regular contact with various militant organizations. They were also directly associated with the activities of various Bengali militant organizations. Bengal stf claims that they were handling the responsibility here to strengthen the militant organization of the state. And bengal stf now wants to take the investigation process forward faster by interrogating them and find out if anyone else was associated with them also bengal stf..

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights