প্রেস ক্লাবে উচ্ছাসের মিউজিক ভিডিও উদ্বোধন হয়ে গেলো রবিবার


ইন্দ্রজিৎ আইচঃ গতকাল রবিবার বাংলার সাহিত্য সাংস্কৃতিক মঞ্চ উচ্ছ্বাসের তরফ থেকে কিছু গানের রিলিজ হয়ে গেল। ছিলেন বিখ্যাত কবি ও সাংবাদিক একরাম আলি। তিনি ছিলেন এই অনুষ্ঠানে সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন বিখ্যাত গায়ক রূপংকর বাগচি, বিখ্যাত কম্পোজার শুভেন্দু ঠাকুর এবং আশু চক্রবর্তী। এদিন রূপঙ্কর বাগচীর ‘শহর ছবি’ বলে গানটির রিলিজ হল। এছাড়াও সুমন নট্ট ঈশান গাঙ্গুলি আর শুভদীপ দাস চৌধুরীর গানের অ্যালবাম রিলিজ হয়েছে আজকে। রূপঙ্কর বাগচি বলেছেন পুজোর আগে এরকম গান রিলিজ তাঁকে তাঁর পুরোনো দিনের কথা মনে করাচ্ছে। আর এভাবেই বাংলার ইনডিপেনডেন্ট আর্টিস্টরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ুক এবং তাদের গান আরো অনেক মানুষ শুনতে পাক – এই উচ্ছ্বাসের আশা। ভিডিও বানিয়েছেন মহুয়া প্রামাণিক এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বর্ণাভ দে। উপস্থিত ছিলেন উচ্ছ্বাসের ক্রিয়েটিভ হেড কুমকুম বৈদ্য।

Indrajit Aich: On Sunday, some songs were released on behalf of the Bengali literary cultural platform Utsa. He was a famous poet and journalist Ekram Ali. He was the president of the event. Famous singer Rupankar Bagchi, famous composers Suvendu Thakur and Ashu Chakraborty were also present. On this day, the song was released by Rupankar Bagchi’s ‘City Picture’. Sumon Natta Ishan Ganguly and Shubhdeep Das Chowdhury’s music album has also been released today. Rupankar Bagchi says the release of such songs before Puja reminds him of his old days. And in this way, the independent artists of Bengal spread in different directions and their songs can be heard by many more people – the hope of this excitement. The video was made by Mahua Pramanik and swarnav Dey was in charge of hosting the show. Kumkum Baidya, Creative Head of Utsavwas present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights