ঋতু রঙ্গমের ছোটো ছবির উৎসব


নিজস্ব প্রতিনিধি,বারাসাতঃ  বারাসাতের জেলা পরিষদ ভবনে ঋতু রঙ্গমের ছোটো ছবির উৎসব অনুষ্ঠিত হয়ে গেলো ‌। মোট আঠারোটা‌ ছবি জমা পড়েছিলো এই উৎসবে‌। সেখান থেকেই বাছাই করে বেশ কয়েকটা ছবি দেখানো হয়‌। মূলত করোনার অন্যান্য ব্যবসার‌ সাথে সাথে সিনেমার বাজার‌ও প্রচুর ধাক্কা খেয়েছে ‌সেই কথা মাথায় রেখেই স্বল্প সময়ের ছবি বানিয়ে আবার সিনেমার মূল স্রোতে ফিরতে চাইছে সিনেমার সাথে যুক্ত অভিনেতা পরিচালক প্রডিউসারেরা‌।‌ এদিন ঋতু রঙ্গমের ছোটো ছবির উৎসবে উপস্থিত ছিলেন বর্তমান ও অতীত দিনের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী ও সিনেমা সমালোচকেরা‌। এসেছিলেন জয়া শীল ঘোষ‌ / সিনেমা ক্রিটিক ও পরিচালক তথা লেখক/ চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর দীর্ঘদিনের সহকর্মী স্বপন ঘোষ/ অভিনেত্রী শ্রীলেখা মুখার্জি ও অসীম বোস‌। এদিন ঋতু রঙ্গমের ছোটো ছবির উৎসবে স্মরণ করা হয় চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও ঋতুপর্ণ ঘোষের ওপরে ‌‌। উপস্থিত বিশিষ্ট অতিথিরা এদিন বুদ্ধদেব দাশগুপ্তর সাথে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ‌।‌ অনুষ্ঠানে সংবর্ধনার জানানো হয় প্রচার সহযোগী শিল্পনীড় পত্রিকাকে‌।‌ এদিনের আলোচনায় ছোটো ছবির গুরুত্ব কোথায় বিশেষ করে ওয়েব সিরিজ কতোটাই বা ছবির হাল ফেরাতে পারবে বা তার গ্ৰহণ যোগ্যতা কতোটা সেই ব্যাপারেও এদিন আলোকপাত করা হয় ‌। ছোটো ছবির উৎসবে এদিন বুদ্ধদেব দাশগুপ্তের ওপরে একটা পত্রিকাও প্রকাশিত হয়‌।ছোটো ছবির গুরুত্ব বোঝাতেই এই উৎসবের আয়োজন বলেই জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যগতারা‌। কোভিড পরবর্তী সময়ে এই জেড‌ ‌যুগে‌ ছোটো ছবিই মানুষের প্রকৃত বিনোদন হয়ে উঠবে বলেই বিশ্বাস করেন আয়োজকরা ‌।

Barasat: A small film festival of Ritu Rangam was held at the Zilla Parishad building in Barasat. A total of 18 films were screened at the festival. From there, several pictures were selected and shown. Basically, keeping in mind that along with other businesses of Corona, the market of cinema has also suffered a lot, the actors and directors associated with the film are trying to return to the mainstream of cinema by making short-term films. On this day, prominent actors, actresses and film critics of the present and past were present at the festival of small films of Ritu Rangam. Jaya Shil Ghosh / Cinema critic and director and writer / film director Buddhadeb Dasgupta’s long-time colleague Swapan Ghosh / Actress Sreelekha Mukherjee and Asim Bose came. On this day, ritu rangam’s short film festival remembered film directors Buddhadeb Dasgupta and Rituparno Ghosh. The distinguished guests shared their experience of working with Buddhadeb Dasgupta. On the occasion, the reception was given to the publicity partner Shilpaneer Patrika. In today’s discussion, the importance of small films, especially how much the web series can return to the film or how much its acceptance is also highlighted. A magazine on Buddhadeb Dasgupta was also published on this day at the festival of small films. The organizers of the event said that this festival is organized to show the importance of small films. The organizers believe that in the post-Covid era, small films will become the real entertainment of the people.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights