আর্থিক স্বচ্ছতায় ও সর্তকতায় বঙ্গোবিধি অ্যাসোসিয়েশনের নতুন দিশা


কলকাতাঃ নতুন দিশা আর্থিক স্বচ্ছতায় ও সর্তকতায় বঙ্গোবিধি অ্যাসোসিয়েশনের নতুন দিশা। আজকে দক্ষিণ ২৪ পরগনা গড়িয়া সভার আয়োজন করা হয় বঙ্গ নীধি ইকোনমিক ক্লারিটি সংস্থা উদ্যোগে। বঙ্গ নধি অ্যাসোসিয়েশন বর্তমানে পশ্চিমবঙ্গে কাজ করলেও ভবিষ্যতে পুরো ভারতবর্ষের সমস্ত নিধি কোম্পানিগুলোকে সঠিকভাবে কাজ করতে সহযোগিতা করবেন। যে সমস্ত অর্থ লোক নিয়ে কোম্পানিগুলি ম্যানেজমেন্টরা বিপথগামী না হয়ে সঠিকভাবে কাজ করতে পারেন তার জন্য এই অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট ট্রেনিং পাটের ব্যবস্থা রেখেছে এবং অন্য জেলা জেলায় অ্যাওয়ারনেস ক্যাম্পেলিং মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে তুলে ধরা হচ্ছে।উনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাননীয় সুমন সরকার, সেক্রেটারি সন্দীপ মিত্র ,জয়েন্ট সেক্রেটারি মাননীয় আমিনুল শেখ এবং ডাইরেক্টর মারিকুল ইসলাম আরো অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Kolkata: A new direction is the new direction of the Association of Bengal in financial transparency and vigilance. Today, the South 24 Parganas Garia Meeting was organized by the Banga Nidhi Economic Clarity Organization. Although the Banga Nadhi Association is currently working in West Bengal, in the future, all the fund companies from all over India will help the companies to work properly. This association has arranged for management training jute so that the managements of companies with money people can work properly without going astray and are being highlighted to make the common people aware through awareness campaigning in other district districts. Chairman of the Association Hon’ble Sumon Sarker, Secretary Sandeep Mitra, Joint Secretary Hon’ble Aminul Sheikh and Director Marikul Islam were also present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights