চলছে INIFD (লিন্ডসে স্ট্রীট) তিনদিনের ২৭ তম বার্ষিক প্রদর্শনী


নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার নামি ফ্যাশন ইনস্টিটিউট INIFD (লিন্ডসে স্ট্রীট) এ শুরু হয়ে গেলো ২৭ তম বার্ষিক এগ্জিবিশন। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৮ ই সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে এই সংস্থার বার্ষিক প্রদর্শনী উদ্বোধন করেন অভিনেত্রী আয়সী তালুকদার। আজ এক সাংবাদিক সম্মেলনে এই সংস্থার প্রধান রাফায়েল ম‍্যানটোজ জানালেন প্রতি বছর আমাদের এই বার্ষিক প্রদর্শনী হয়। আমাদের এখান থেকেই প্রতি বছর ছেলে মেয়েরা দেশ-বিদেশে নানা ফ্যাশন উইক যেমন ল্যাকমি ফ্যাশন উইক ও প্যারিস সহ নানা সংস্থায় অংশ নেয় ও নিয়েছে। আমাদের এখানে নানা ধরণের ফ্যাশন স্টাইল শেখানো হয়। শাড়ি, রিবন, সাটিন, ফেলে দেওয়া নানা জিনিস ও উপকরণ দিয়ে এখানকার ছেলে মেয়েরা নানা ধরণের ড্রেস বানায় ও দেশ বিদেশে সমাদৃত হয়। অভিনেত্রী আয়সী তালুকদার জানালেন এই সংস্থা সারা ভারতবর্ষের খুব নামি ইনস্টিটিউট। আমাদের ফিল্ম লাইনে এই ফ্যাশনর গুরুত্ব অপরিসীম। এখানকার ছেলেমেয়েদের কাজ আমার খুব নজর কেড়েছে। এই সংস্থার আর এক ডিরেক্টর সুসান ম‍্যানটোজ জানালেন এই ডিজাইন ইনস্টিটিউটে গ্লোবালি ২৫০০০ হাজার স্টুডেন্ট পাস করে প্রতি বছর। ২৪ বছরে ইতি মধ্যেই ৫ লক্ষ ছাত্র ছাত্রী পাস করেছে। সব মিলিয়ে লিন্ডসে স্ট্রিটের INIFD ফ্যাশনের জগতে দারুন সারা ফেলেছে।

The 27th annual exhibition began at the renowned Fashion Institute INIFD (Lindsay Street) in Kolkata. It will continue until September 10. Actress Aysi Talukdar inaugurated the company’s annual exhibition on Thursday morning, September 8, 2022. Rafael Mantos, the head of the organization, told a press conference today that we have this annual exhibition every year. Every year, boys and girls from here participate in various fashion weeks at home and abroad, such as Lakme Fashion Week and Paris. We are taught a variety of fashion styles here. With sarees, ribbons, satins, discarded items and materials, the boys and girls here make different types of dresses and are appreciated at home and abroad. Actress Aysi Talukdar said that this organization is a very renowned institute all over India. The importance of this fashion in our film line is immense. The work of the children here caught my attention. Susan Mantos, another director of the organization, said that 25,000 students pass globally at this design institute every year. In 24 years, 5 lakh students have passed. All in all, Lindsay Street’s INIFD has made a great deal in the fashion world.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights