বর্ষপূর্তী অনুষ্ঠান সামাজিক সংগঠন পৃথিবী ফাউন্ডেশনের


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ ১১ ই সেপ্টেম্বর ২২ নবদ্বীপ। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিন আয়োজিত হলো নবদ্বীপের পৃথিবী ফাউন্ডেশন নামক এক সামাজিক সংগঠন এর বর্ষপূর্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সহ নবদ্বীপের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি বহু বিশিষ্টবর্গ। এদিন অনুষ্ঠানের শুরুতে মাননীয় অতিথিবৃন্দদের বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হলো নবদ্বীপের এই সামাজিক সংগঠন পৃথিবীর বর্ষপূর্তী অনুষ্ঠান । সারা বছর জুড়ে সাধারণ ও আর্ত মানুষের জন্য নবদ্বীপ শহরের কাজ করে যাওয়া শহরের অন্যতম সামাজিক সংগঠন পৃথিবী ফাউন্ডেশন। তাদের এই কর্মযজ্ঞের অন্যতম উদাহরণ হলো শহরের প্রত্যন্ত এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে আরশিনগর নামক একটি অবৈতনিক পাঠশালা পরিচালনা করা, এছাড়াও শহরের কিছু মানবিক মুখের মানুষদের সহায়তায় প্রতিদিনই কোনো না কোনো ভাবে বিভিন্ন এলাকায় দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হল তাদের মূল উদ্দেশ্য। এদিন পৃথিবী ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে আর্শিনগর পাঠশালার ছোট ছোট শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও স্বনামধন্য শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Gopal Biswas, Nadia- September 11, 22 Nabadwip. The anniversary celebrations of a social organization called The Earth Foundation of Nabadwip were organized through various programs. Nabadwip MLA Pundrikaksha Saha, state minister Swapan Debnath, and public representatives of different wards of Nabadwip were present on the occasion. At the beginning of the program, honorable guests were welcomed and celebrated through various programs, the anniversary of this social organization of Nabadwip was celebrated. Prithvi Foundation is one of the social organizations of nabadwip city, which works for the common and distressed people throughout the year. One of the examples of their activities is to run an unpaid pathshala called Arshinagar with small children in remote areas of the city, and their main objective is to extend a helping hand to the poor helpless people in different areas in some way or the other every day with the help of some of the people with human faces of the city. On the occasion of the anniversary of The Earth Foundation, various programs were organized with the small children of Arshinagar Pathshala at Nabadwip Rabindra Sangskritik Mancha, besides various cultural programs with renowned artists.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights