বিশ্ব চলচ্চিত্র জগতের কিংবদন্তী পুরুষ সত্যজিৎ রায়ের সমসাময়িক ফ্রেঞ্চ চলচ্চিত্র জগতের অবিসংবাদী স্রষ্টা জঁ লুক গদার চলেগেলেন


শিল্পনীড়ের ডেস্ক এডিটর দেবনাথ চক্রবর্তীর শ্রদ্ধার্ঘঃ ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্র জগতের কিংবদন্তী পুরুষ সত্যজিৎ রায়ের সমসাময়িক ছিলেন ফ্রেঞ্চ চলচ্চিত্র জগতের অবিসংবাদী স্রষ্টা জঁ লুক গদার। চলচ্চিত্রে নব্য ভাষার যে আংগিক শুরু করেছিলেন ঋত্বিক, সত্যজিৎ ও মৃণাল, সেই অনুপুঙ্খ আংগিক বজায় রেখে নব্যধারার চলচ্চিত্রে বিষয় ও বৈশিষ্ট্যে মান অক্ষুন্ন রেখে সময়কে সেলুলয়েডে ধরতে সক্ষম হয়েছিলেন গদার। যুদ্ধ, মহামারী, হত্যা, দুর্ভিক্ষ সহ সমস্ত জীবন যন্ত্রণাকে সুচারু পরিকল্পনায় সার্থক করে বিশ্ববন্দিত হয়েছেন। বিশ্বে প্রথম দশজন চলচ্চিত্র পরিচালকের যে তালিকা তৈরী হয়েছে, সেখানে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। শুধু চলচ্চিত্র তৈরিই নয়, লিখেছেন চলচ্চিত্র সংক্রান্ত বেশকিছু গ্রন্থও। চলচ্চিত্র সমালোচক হিসেবেও তিনি ছিলেন তুলনাতীত। তাঁর গ্রন্থ চলচ্চিত্র শিল্পের আংগিক অনুসন্ধানের আকর গ্রন্থ হিসেবেও বিবেচিত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আজ দুপুরে এই প্রবাদপ্রতিম চলচ্চিত্রকার, লেখক, সমালোচক প্রয়াত হলেন ফ্রান্সে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। রেখে গেলেন বিশ্ব ইতিহাসের মূল্যবান দলিল। তাঁর আত্মার শান্তি কামনা করি। রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম…

Tribute to Debnath Chakraborty, Desk Editor of Shilpaneer : Jean-Luc Gadar, the undisputed creator of the French film industry, was a contemporary of Satyajit Ray, the legendary man of the Indian and world film world. Gadar was able to capture the time on celluloid by maintaining the detailed aspect of the new language that Ritwik, Satyajit and Mrinal started in the film, while maintaining the quality of the subject and characteristics in the new genre of films. Wars, epidemics, murders, famines, and all the sufferings of life have been made worthwhile in a smooth plan. In the list of the first ten film directors in the world, his name is written in golden letters. He has not only made films, but has also written several books related to films. He was also comparable as a film critic. His book is also being considered as a book in various universities for the sake of exploring the film industry. This afternoon, this famous filmmaker, writer, critic passed away in France. He was 92 years old at the time of his death. He left behind valuable documents of world history. I pray for the peace of his soul. Here is our humble respect and salutations…

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights