মহাসমারোহে পালিত হল অনুকূল ঠাকুরের ৩৫ তম জন্ম দিবস


নবদ্বীপ। ১৬ ই সেপ্টেম্বর ২২, নদীয়ার নবদ্বীপ শহরে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত সৎসঙ্গ বিহার মন্দিরে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ৩৫ তম শুভ জন্মদিবস পালিত হচ্ছে মহাসমারোহে। এদিন দেখা গেল নদিয়ার নবদ্বীপের সৎসঙ্গ বিহার মন্দিরে প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়েছে অনুকূল ঠাকুরের বিশেষ পূজার্চনা। এদিন অনুকূল ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তের সমাগম ঘটেছে মন্দির প্রাঙ্গণে। জানা যায় প্রতি বছর এখানে তিনটি বড় ধরনের অনুষ্ঠান হয় এবং সারাদিন ব্যাপি চলা এই অনুষ্ঠানে পরিবেশিত হয় বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান ,সেই সঙ্গে থাকে আগত ভক্ত বৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা।

Nabadwip. The 35th birthday of Thakur Sri Sri Anukul Chandra is being celebrated at the Satsang Vihar temple located in the vicinity of the bus stand in Nabadwip town of Nadia on September 16, 22. On this day, it was seen that special worship of Anukul Thakur started in the premises of Satsang Vihar Temple in Nabadwip, Nadia. On the occasion of the birth anniversary of Anukul Thakur, many devotees from different places gathered in the temple premises. It is known that every year there are three major ceremonies here and during the day-long event, various types of religious ceremonies are performed, as well as prasad arrangements for the devotees coming.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights