তমলুক এর দুস্থ মানুষদের হাতে পুজোর পোশাক তুলে দিলেন কাউন্সিলার পার্থসারথি মাইতি


তমলুকঃ বাঙালির পূজো মানে পোশাকে রংবেরঙের ঝলকানি আর আধুনিকতার স্পর্শ। কিন্তু যারা দুস্ত অসহায় তাঁদের কি হবে ? তারা তো বছরে আট-দশটা পোশাক তো দূরের কথা একটি পোশাক কিনতেই দশবার ভাবেন। তবে কি তাহলে এ বছরও তাদের পুরনো পোশাকে ই পুজো কাটিয়ে দিতে হবে। তাই এই সমস্ত মানুষদের কথা ভেবেই পূর্ব মেদিনীপুরের তমলুকের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দুস্থ অসহায় মানুষদের হাতে পুজোর বস্ত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেন তমলুকের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পার্থসারথি মাইতি। এদিন তমলুকের এক আনুষ্ঠানিক গৃহে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজোর পোশাক বিতরণের জন্য ক্ষুদ্র প্রচেষ্টার আয়োজন করেন তাঁরা। এদিন এক হাজার মানুষের হাতে পুজোর বস্ত্র তুলে দেন তাঁরা। এবং এই বস্ত্র পেয়ে বিজয় খুশি হয়ে বাড়ি ফিরে যায়।

Tamluk: The worship of Bengalis means the glow of color in the clothes and the touch of modernity. But what will happen to those who are helpless? They think ten times a year to buy a dress, let alone eight or ten clothes. But will they have to spend the puja in their old clothes this year too? Parthasarathy Maiti, councillor of ward number 10 of Tamluk and vice-president of The West Bengal State Youth Trinamool Congress, handed over packets of puja clothes and sweets to the helpless people coming from different wards of Tamluk in Purba Medinipur. On this day, they organized a small effort to distribute puja clothes on behalf of the State Youth Trinamool Congress at an official house in Tamluk. On this day, they handed over puja clothes to 1,000 people. And vijay gets happy to get this dress and goes back home.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights