বড়িশা একতার পুজো উদ্বোধন


কলকাতাঃ ২৭শে সেপ্টেম্বর দক্ষিণ কোলকাতার বড়িশা একতা সংঘ পুজো ২৭ তম বর্ষে পা দিল। এবারে চিন্তা ভাবনা শিল্পী বিপাশা চৌধুরী ও সুজয় চৌধুরী মন্ডপে ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে (প্রকৃতি রূপে মা)। পুজো মন্ডবে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সাংসদ তথা রাজ্য সভার সদস্য সুভাশিষ চক্রবর্তী, ১২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলী মহাশয়, বিশিষ্ট তৃণমূল নেতা কমল ব্যানার্জি, বড়িশা একতা সংঘের ক্লাবের সেক্রেটারি সুরজিৎ দত্ত, যুগ্ম সম্পাদক অনুরাগ পাত্র, পুজো কমিটির সেক্রেটারি প্রবীর সরকার এবং যুগ্ম সম্পাদক দেবব্রত ভৌমিক আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। বড়িশা একতার সঙ্গে ক্লাবের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রত্যেক বছরের ন্যায় অষ্টমীতে মায়ের কাছে যে পুজোর জন্য শাড়ি দেওয়া হয় সেই শাড়ি মা বিসর্জন হয়ে যাওয়ার পরে কোন এক গরীব অসহায় কুমারী মেয়েকে এই শাড়ি দান করা হয়।

Kolkata: The Barisha Ekta Sangha Puja in south Kolkata entered its 27th year on September 27. This time, the thought artist Bipasha Chowdhury and Sujoy Chowdhury have been shown in the mandap (mother in the form of nature). Mp and Rajya Sabha member Subhasish Chakraborty, Municipal Father of Ward No. 121 Rupak Ganguly Mahasaya, prominent Trinamool leader Kamal Banerjee, Barisha Ekta Sangha Club Secretary Surjit Dutta, Joint Secretary Anurag Patra, Puja Committee Secretary Prabir Sarkar and Joint Secretary Debabrata Bhowmik were present on the occasion. The special feature of the club with Barisha Ekta is that like every year, the saree for which the saree is given to the mother on Ashtami is donated to a poor helpless virgin girl after the mother has immersed it.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights