রক্ত দান শিবির 


নিজস্ব সংবাদ দাতা,বোরোঃ মানবাজার দু’নম্বর ব্লকের অন্তর্গত বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত হল এক সেচ্ছায় রক্ত দান শিবির। এদিন সকাল সাড়ে দশটায় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডঃ মৃনালকান্তি রজক।
     বর্তমানে সরকারি রক্ত ভান্ডারেও সংরক্ষিত রক্তের পরিমান চাহিদার তুলনায় অনেক কম। ফলে রক্তের ঘাটতি দেখা দিয়েছে জেলায়। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে। তাই কিছুটা হলেও রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলেন বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য  আধিকারিক। নিজ উদ্যোগে আয়োজন করেন রক্তদান শিবিরের।এদিনের এই রক্ত দান শিবিরে রক্ত দান করেন বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডঃ মৃনাল কান্তিরজক সহ এলাকার মোট ৪২ জন রক্ত দাতা। রক্তদান শেষে ডঃ মৃণাল কান্তি রজক জানান এদিনের এই রক্ত দান শিবিরটি সাফল্য মন্ডিত করতে অগ্রণী ভূমিকা নেন অমিতেশ মাহাতো, শান্তিগোপাল গাঙ্গুলী, হরবোলা রবি, সুকদেব পাল, বিকাশ মাহাতো, শুভাশীষ মাহাতো, সংসার মাহাতোর মতো যুবক।
A voluntary blood donation camp was held at Bari Block Primary Health Centre under Manbazar-2 block on Friday. Bari Block Primary Health Officer Dr Mrinal Kanti Rajak inaugurated the blood donation camp at 10.30 am.
At present, the amount of blood stored in government blood reserves is much less than the demand. As a result, there is a shortage of blood in the district. As a result, ordinary people have to face problems. So the Bari Block Primary Health Officer came forward to meet the shortage of blood to some extent. He organized a blood donation camp on his own initiative. A total of 42 blood donors from the area, including Bari Block Primary Health Officer Dr Mrinal Kantirajak, donated blood to the blood donation camp. After donating blood, Dr. Mrinal Kanti Rajak said that young people like Amitesh Mahato, Shantigopal Ganguly, Harbola Ravi, Sukdev Pal, Bikash Mahato, Subhasish Mahato, Sansar Mahato played a leading role in making this blood donation camp a success.

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights