সারা বাংলায় এ বছরের মাধ্যমিকের সেরা ৫১ জনকে স্কলারশিপ দিলো পিসি চন্দ্র গ্রুপ


ইন্দ্রজিৎ আইচঃ আজ বাইপাসের পি সি চন্দ্র গার্ডেনে পি সি চন্দ্র গ্রুপ জহর লাল চন্দ্র মেরিট স্কলারশিপ প্রদান করলো এ বছরের মাধ্যমিকে সেরা সারা বাংলার ২৩ টি জেলার ছাত্র ছাত্রীদের। নবম বর্ষের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান দুই অতিথি ছিলেন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ড: উদয় বন্ধোপাধ্যায় এবং শিবপুর IIEST-এর ডিরেক্টর , প্রফেসর ড: পার্থসারথি চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন পি সি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চন্দ্র ও পি সি চন্দ্র জুয়েলারি ও গ্রুপের ডিরেক্টর উদয় কুমার চন্দ্র। সকল অতিথিরা এই উদ্যোগকে সাধুবাদ জানান ও সকল ৫১ জন ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। ২০১৪ সাল থেকে পি সি চন্দ্র গ্রুপ জহর লাল চন্দ্র মেরিট স্কলারশিপ দিয়ে আসছে প্রতি বছর। এই স্কলারশিপ এর টাকার অঙ্কটি হলো পঞ্চাশ হাজার টাকা। যা আগামী দিনের লেখাপড়ার অগ্রগতির জন্য ছাত্র-ছাত্রীদের দেওয়া হলো ।

Indrajit Aich: Pc Chandra Group has awarded Jahar Lal Chandra Merit Scholarship to the students of 23 districts of the whole of Bengal in this year’s secondary examination at PC Chandra Garden in bypass. Prof. Dr. Uday Bandopadhyay, Director, Bose Institute and Prof. Dr. Parthasarathy Chakraborty, Director, Shibpur IIEST were present as the chief guests. P C Chandra Group Managing Directors Arun Kumar Chandra and P C Chandra Jewellery and Group Director Uday Kumar Chandra were present on the dais. All the guests appreciated the initiative and wished all the 51 students a bright future. Since 2014, P C Chandra Group has been giving The Jawahar Lal Chandra Merit Scholarship every year. The amount of money for this scholarship is fifty thousand taka. Which has been given to the students for the progress of the next day’s education.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights