উচ্চাঙ্গ সঙ্গীতের মহাযোজ্ঞ স্বর সম্রাট উৎসব


শুভ ঘোষের রিপোর্টঃ শহর কলকাতায় উচ্চাঙ্গ সঙ্গীতের মহাযোজ্ঞ Swar Samrat উৎসবের আসর , আগামী ১৫ ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর শহর কলকাতার নজরুল মঞ্চে হতে চলেছে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের মহামিলন উৎসব Swar Samrat festival, এক টুকরো ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রতিচ্ছ্ববি হয়ে উঠতে চলেছে এই স্বর সম্রাট ফেস্টিভ্যাল, এদিন কলকাতার ওবেরয় গ্র্যান্ড হোটেলে এক সাংবাদিক সম্মেলনে একথাই বললেন পন্ডিত অজয় চক্রবর্তী, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, তবলা শিল্পী বিক্রম ঘোষ সহ অনুষ্ঠানে উপস্থিত দেশের সঙ্গীত জগতের কিংবদন্তি ব্যক্তিরা, উস্তাদ আলী আকবর খানের জন্ম শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন আরেক কিংবদন্তির সরোদ শিল্পী তেজেন মজুমদার , উচাঙ্গ সঙ্গিতের অন্যতম পীঠস্থান এই বাংলা, আর বাংলাতেই হতে চলেছে সংগীতের মহাযোজ্ঞ স্বর সম্রাট ফেস্টিভ্যাল।

The Swara Samrat Festival, the great festival of classical music in the city of Kolkata, is going to be held from December 15 to December 18 at Nazrul Mancha in the city of Kolkata, the festival of The Swara Samrat Festival, which is going to be a reflection of a piece of Incredible India, said Pandit Ajoy Chakraborty at a press conference at Oberoi Grand Hotel in Kolkata. Artist Shubhaprasanna, tabla artist Vikram Ghosh and legends of the country’s music world, on the occasion of the birth centenary of Ustad Ali Akbar Khan, another legendary sarod artist Tejen Majumdar, one of the peethsthans of Uchang Sangit, this Bengal, and the great yogya Swar Samrat Festival of music is going to be held in Bengal.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights