নিজের হাতখরচ বাচিয়ে আর্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দিয়ে অনন্য নজির গড়লো নবদ্বীপে দশম শ্রেণীর এক ছাত্রী


নবদ্বীপঃ  নবদ্বীপ শহরের গোবিন্দ দিঘির পার এলাকার দশম শ্রেণির ছাত্রী অর্চনা মুখার্জি,  তার উদ্যোগে ও তার কিছু বন্ধুদের সহায়তায় এ দিন নবদ্বীপ শহরের মহাপ্রভু পাড়ায় অবস্থিত ধামেশ্বর মহাপ্রভু মন্দির সহ একাধিক মন্দিরে থাকা দুঃস্থ, আর্ত মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়। দশম শ্রেণির ছাত্রী অর্চনা জানায় সে বহু দিন থেকেই তার এটা ইচ্ছে ছিল বিভিন্ন মঠ- মন্দিরে যে সকল বয়স্ক, দুস্থ মানুষেরা থাকে তাদের জন্য কিছু করার, সেই চিন্তা থেকেই নিজের হাত খরচের টাকা জমিয়ে আজ তাদে মধ্যে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম, ইচ্ছে আছে  আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের হাতে খাদ্য সামগ্রী সহ তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবার। এক দশম শ্রেণির ছাত্রীর এ হেন উদ্যোগ ও মানশিকতার প্রশংসা করেন উপস্থিত সকলেই।  পাশাপাশি মহাপ্রভু মন্দিরে থাকা বৃদ্ধা রানুবালা দেবনাথ বলেন এই ছোট বয়সে এই তারা দিচ্ছে ভাল লাগছে, আশির্বাদ করি তারা যেন আবারও দিতে পারে। সব মিলিয়ে বর্তমান সময়ে সিংহ ভাগ  মানুষ যেখানে নিজেকে বা নিজের পরিবারকে নিয়েই ব্যাস্ত সেখানে মধ্যবিত্ত পরিবারের দশম শ্রেণির এই পড়ুয়ার এহেন প্রচেষ্টা যে সমাজের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকলো তা বলাই বাহুল্য।
Archana Mukherjee, a class 10 student of Gobinda Dighir Par area of Nabadwip city, with her initiative and with the help of some of her friends, handed over various food items to the distressed, distressed people living in several temples, including The Dhameshwar Mahaprabhu Temple located at Mahaprabhu Para of Nabadwip city. Archana, a class 10 student, said that for a long time, she wanted to do something for the elderly and needy people who live in different monasteries and temples, from that thought, I have saved my own money and handed over some food items to them today, i want to hand over food items and their necessary items to more and more people in the coming days. Everyone present praised the initiative and mentality of a tenth grade student.  Ranubala Debnath, an elderly woman who lives in the Mahaprabhu temple, said, “It feels good that they are giving this at a young age, i hope they can give it again.” All in all, while most of the people are busy with themselves or their families today, it is needless to say that such efforts of this class 10 student from a middle-class family have been an example to the society.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights