নদীয়ার নবদ্বীপে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নদীয়া উত্তর লের জেলা সম্মেলন


নবদ্বীপ:- নবদ্বীপে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নদীয়া উত্তর জেলা সম্মেলন । এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ নবদ্বীপের হরিসভা পাড়া সাধারণ গ্রন্থাগারে এই জেলা সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে অতিথি ছিলেন এবিভিপি’র জাতীয় কমিটির সদস্য তুলসী সরকার, রাজ্য কমিটির সদস্য স্মরণেন্দু হালদার সহ আরো অনেকে। সম্মেলনের প্রথমে এবিভিপির দলীয় পতাকা উত্তোলন এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েই এই সম্মেলনের শুভ সূচনা করা হয়। এদিনের এই সম্মেলনে নবদ্বীপের পাশাপাশি নদিয়া উত্তরের বিভিন্ন এলাকা থেকে নানা জনজাতি অংশের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে এবিভিপির নদিয়া জেলার পদাধিকার শুভ সাহা বলেন, সারা ভারতবর্ষে এবিভিপির প্রত্যেকটি জেলায় যেমন জেলা সম্মেলন হচ্ছে আমাদেরও নদিয়ার উত্তর ব্যতিক্রম নয়, আমরাও বড় আকারে এই জেলা সম্মেলন করলাম। তিনি আরো বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো এবং বেকার ছাত্র যুবদের চোখের জল মোছানই এবিভিপির প্রথম লক্ষ্য।

Nabadwip:- Akhil Bharatiya Vidyarthi Parishad Nadia North District Conference was held at Nabadwip. The district conference was held at the Harisabha Para General Library in Nabadwip around 11:30 am. ABVP national committee member Tulsi Sarkar, state committee member Smaranendu Halder and many others were present at the conference. At the beginning of the conference, the party flag of ABVP was hoisted, then garlanded the portrait of Swami Vivekananda and the conference was started with the lighting of lamps. The conference was attended by students from different tribal groups from different parts of Nadia North along with Nabadwip. In this regard, ABVP’s Nadia district office-bearer Shuvo Saha said, “Like the district conference is being held in every district of ABVP all over India, our Nadia north is no exception, we also held this district conference on a large scale. He also said that the first aim of the ABVP is to save the education system of West Bengal, which is now broken, and to wipe out the tears of the unemployed student youth.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights