মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে এক ব্যবসায়িক সভা


মালদা,১৭ মার্চ : মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে এক ব্যবসায়িক সভার আয়োজন করা হল বানিজ্য ভবনে। বৃহস্পতিবার রাতে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনে আয়োজন করা হয় এই সভার। ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান এবং কিভাবে আরও বেশি করে বাণিজ্যিক প্রসার ঘটানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ব্যবসায়িক সভায়। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও অন্যান্য ব্যবসায়ীরা। দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ব্যবসায়িক সভায়।

Malda, March 17: Malda Merchants Chamber of Commerce and Chapai Nawabganj Chamber of Commerce jointly organised a business meeting at Vyami Bhaban. The meeting was held at the Commerce Building of Malda Merchants Chamber of Commerce on Thursday night. The business meeting discussed in detail how to solve various problems in terms of import and export through the Mahdipur land port on the India-Bangladesh border and how to expand trade more and more. President of Malda Merchant Chamber of Commerce Jayanta Kundu, Secretary Uttam Basak, President of Chapai Nawabganj Merchants Chamber of Commerce of Bangladesh Abdul Wahed, members of Mahadipur Export Association and other businessmen were present on the occasion. The business meeting discussed in detail how to increase imports and exports between the two countries.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights