চিকিৎসার জন্য চিকিৎসকদের মানবিক মুখ‌‌


নিজস্ব সংবাদদাতাঃ  কথায় বলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে‌ না‌। হ্যাঁ‌ ঠিক তাই আর্ত মানুষদের জন্য মানবিক মুখ‌‌ নিয়ে এগিয়ে আসলো মধ্যমগ্ৰামের সামাজিক সংগঠন সমর্পণ সেবা ট্রাস্ট‌। তাদের একটাই শপথ একটাই অঙ্গীকার মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে থাকা‌। পাশাপাশি বলতেই হবে এই অঙ্গীকারের পাশে তারা পেয়েছেন সমাজের বিশিষ্ট চিকিৎসকদের এবং কিছু সমাজ সেবককেও‌। অসহায় মানুষরাও যাতে‌ বিনামূল্যে ইসিজি‌ পরিসেবা পেতে পারেন সেই কথা মাথায় রেখেই কয়েকজন মানবিক চিকিৎসক সমর্পণ সেবা ট্রাস্টের ডাকে‌ সাড়া‌ দিয়ে শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র মুক্ত মঞ্চে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমর্পণ সেবা ট্রাস্টের হাতে তুলে দেওয়া হলো ইসিজি‌ মেশিন ‌। সমর্পণ সেবা ট্রাস্টের লক্ষ্য একটাই এই পরিসেবা সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের যাতে‌ কাজে‌ আসে এই চেষ্টাতেই ব্রতী হয়েছেন সমর্পণ সেবা ট্রাস্ট‌। পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক ও কাউন্সিলর বিবর্তন সাহা, চিকিৎসক সৌগত সান্যাল‌ চিকিৎসক অরিয়ম‌ কর এবং সমাজসেবক রামপ্রসাদ মিত্র‌ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‌। চিকিৎসকদের বক্তব্য ঘরের কাছে গরীব মানুষেরা ইসিজি‌ পরিসেবা পাওয়ার ফলে তাদের অনেকটাই সুবিধা হবে ‌।এই উদ্যগের‌ জন্য সমর্পণ সেবা ট্রাস্টকে‌ ধন্যবাদ জানান উপস্থিত চিকিৎসক এবং সমাজসেবী থেকে প্রত্যেকেই‌। উপস্থিত বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে‌ ডাক্তার‌ অরিয়ম‌ কর তার উদ্যগেই‌ এই ইসিজি মেশিন উপহার হিসেবে পায় এই সমাজসেবী সংগঠন ‌।সমর্পণ সেবা ট্রাস্টের‌ই এক সহ সৈনিক পিকলু চন্দ এই উদ্যগের‌ কথা একবার কথায় কথায় জানিয়েছিলেন চিকিৎসক কাউন্সিলর বিবর্তন সাহাকে‌। তিনি আশ্বাস দিয়েছিলেন ব্যবস্থা করে দেবেন ‌। কেউ‌ কথা রাখেনি নয়,ডাক্তার‌ বিবর্তন সাহা কথা রেখেছেন ডাক্তার‌ অরিয়ম‌ করের কাছে তিনি এই বার্তা পৌঁছে দিতে ডাক্তার‌ কর তার মানবিক‌ মুখ নিয়ে এই সমাজসেবী সংগঠনের পাশে দাঁড়ালেন ‌।‌উপহার হিসেবে তুলে দিলেন ইসিজি মেশিন ‌। পরিসেবা পাবে সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষেরা ‌।
এই মেশিনের গুরুত্ব সম্পর্কেও সংক্ষিপ্ত আলোকপাত করেন সমাজসেবী রামপ্রসাদ মিত্র‌ / চিকিৎসক এবং কাউন্সিলর‌ বিবর্তন সাহা / চিকিৎসক অরিয়ম‌ কর এবং চিকিৎসক সৌগত সান্যাল‌ ‌।

 

বর্তমান সময়ে যেখানে‌ প্রায়‌স‌ই দেখা যায় সমাজের বিশিষ্টজনদের প্রতি ক্ষোভ‌ সেখানে নিঃসন্দেহে এও এক উলোট‌ পুরাণ‌।কবি বলেছিলেন কেউ কথা রাখেনা‌‌।
আবার‌ও প্রমাণ‌ হলো ব্যাতিক্রমী‌ আজ‌ও আছে‌ সমাজের সর্বস্তরেই‌।

Own Correspondent: Can’t people get a little sympathy for life for people, after all. Yes, that’s right, Samarpan Seva Trust, a social organization of Madhyamgram, has come forward with a humanitarian face for the distressed people. Their only oath and commitment is to be with people who stand by people. It must be said that along with this commitment, they have got eminent doctors of the society and some social workers as well. Keeping in mind that the helpless people can also get free ECG services, some humanitarian doctors responded to the call of Samarpan Seva Trust and handed over the ECG machine to Samarpan Seva Trust in a short ceremony at Rabindra Mukta Manch on Friday evening. The aim of Samarpan Seva Trust is to make this service useful to the financially backward people of the society. Apart from this, prominent doctor and councilor Evolve Saha, doctor Sougat Sanyal, doctor Auriyam Kar and social worker Ramprasad Mitra were present in this great event. According to the doctors, poor people will benefit a lot as a result of receiving ECG services near their homesEveryone from doctors and philanthropists present thanked Samarpan Seva Trust for this initiative. Dr. Auriyam Kar, among the prominent doctors present, received this ECG machine as a gift to this charitable organization. Piklu Chand, a fellow soldier of the Samarpan Seva Trust, once told the doctor councilor Abhavil Saha about this initiative. He promised to make arrangements. No one has kept the word, Dr. Ebwal Saha has spoken to Dr. Auriyam Kar. To deliver this message, Dr. Kar stood by this charitable organization with his humane face. He gave an ECG machine as a gift. Financially backward people of the society will get the service.
Samajsevi Ramprasad Mitra/Physician and Councilor Ebwal Saha/Physician Auriyam Kar and Physician Saugata Sanyal also briefed about the importance of this machine.

In today’s times where anger is often seen towards prominent people in the society, this is undoubtedly a myth tooThe poet said no one speaks.
Again the proof is that there are exceptions at all levels of society.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights